shono
Advertisement

Breaking News

বাংলাদেশে ভূমিকম্প, আতঙ্কে মৃত ২

রিখটার স্কেলে যার ভূ-কম্পন মাত্রা ৫.৫। The post বাংলাদেশে ভূমিকম্প, আতঙ্কে মৃত ২ appeared first on Sangbad Pratidin.
Posted: 01:45 AM Jan 04, 2017Updated: 08:15 PM Jan 03, 2017

সুকুমার সরকার, ঢাকা: নতুন বছরের শুরুতে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। ভূমিকম্পের আতঙ্কে দেশের পূর্বাঞ্চলীয় জেলা সুনামগঞ্জ-এ দুজনের মৃত্যুর খবর মিলেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র-সহ ৩ জন জখম হয়েছে বলে খবর।

Advertisement

মঙ্গলবার বেলা ৩টে বেজে ৯ মিনিটে এই ভূ-কম্পন অনুভূত হয় বলে খবর মিলেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ত্রিপুরার আমবাসা থেকে ১৯ কিলোমিটার উত্তর-পূর্বে। স্থানটি বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি, ভূপৃষ্ঠ থেকে ৩৬.১ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে যার কম্পন মাত্রা ছিল ৫.৫।

The post বাংলাদেশে ভূমিকম্প, আতঙ্কে মৃত ২ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement