shono
Advertisement

ত্রিপুরায় গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় খুশি! বিপ্লব দেবের মন্তব্যে ফের বিতর্কের ঝড়

বিপ্লবের মন্তব্যে সমালোচনার ঝড়৷ The post ত্রিপুরায় গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় খুশি! বিপ্লব দেবের মন্তব্যে ফের বিতর্কের ঝড় appeared first on Sangbad Pratidin.
Posted: 03:44 PM Jul 06, 2018Updated: 04:15 PM Jul 06, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুচোর সন্দেহে গণপিটুনির ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ৷ ইতিমধ্যেই ত্রিপুরায় মৃত্যু হয়েছে চারজনের৷ এবার এই প্রসঙ্গে প্রশ্নের উত্তর দিতে গিয়েই বিতর্কে জড়ালেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ তাঁর মন্তব্য স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়িয়েছে দলীয় নেতৃত্বের৷

Advertisement

আগরতলা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ শিশুচোর গুজবে গণপিটুনিতে একের পর একজনের মৃত্যুতে তাঁর কী প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা৷ প্রশ্নের উত্তরে বিপ্লব দেব জানান, ‘‘ত্রিপুরায় আনন্দের জোয়ার বইছে৷ আপনারও সেই জোয়ারে গা ভাসানো দরকার৷ আনন্দ উপভোগ করুন৷ আমাকে দেখুন৷ আমি কতটা খুশি৷ এটা জনতার সরকার৷ সাধারণ মানুষই যেকোনও ঘটনায় পদক্ষেপ করবেন৷’’

[অপ্রতিরোধ্য বিপ্লব দেব! এবার প্রশাসনে হস্তক্ষেপে নখ উপড়ে নেওয়ার হুমকি]

বিপ্লব দেবের এই মন্তব্যের পরই উঠেছে সমালোচনার ঝড়৷ তবে কী গুজবের জেরে গণপিটুনিতে প্রাণহানির মতো ঘটনায় খুশি হয়েছেন তিনি উঠছে সেই প্রশ্ন৷ আবার কারও মতে, ‘‘এটা জনতার সরকার, সাধারণ মানুষ প্রয়োজন মতো পদক্ষেপ নেবেন’’। এই মাধ্যমে পরোক্ষে রাজ্যবাসীকে আইন নিজে হাতে তুলে নেওয়ার ইন্ধন জোগাচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷

[বিশ্বসুন্দরী হওয়ার যোগ্য একমাত্র ঐশ্বর্য রাই, ফের বেফাঁস মন্তব্য বিপ্লব দেবের]

ত্রিপুরায় মাণিক সরকারের পতনের পর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন বিপ্লব দেব৷ মুখ্যমন্ত্রী হওয়ার কিছুদিনের মধ্যেই মুখ খুলে শিরোনামে চলে আসেন তিনি৷ সেবার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যে ত্রিপুরার সরকারের দিকে সমালোচনার আঙুল তুলবে, তাঁর নখ কেটে দেওয়া হবে’’৷ বিজেপি নেতা এভাবে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন বলে সমালোচনার ঝড় উঠতে শুরু করে৷ তারপর কয়েকদিন যেতে যেতেই মিস ওয়ার্ল্ড নিয়েও মুখ খোলেন বিপ্লব দেব৷ ডায়না হেডেনের সঙ্গে ঐশ্বর্য রাইয়ের তুলনা করেন তিনি৷ দেবী লক্ষ্মী ও সরস্বতীই ভারতীয় সুন্দরীদের আদর্শ নিদর্শন বলেও মন্তব্য করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ একজন মুখ্যমন্ত্রী কীভাবে মিস ওয়ার্ল্ড নিয়ে মন্তব্য করেন সংশ্লিষ্ট মহলে উঠতে শুরু করে সেই প্রশ্নও৷ মাসখানেক আগে মহাভারতের সময়েও ইন্টারনেট ছিল বলে আবারও শিরোনামে চলে আসেন বিপ্লব দেব৷ মুখ্যমন্ত্রীর বারবার এমন বিতর্কিত মন্তব্যে অস্বস্তিতে গেরুয়া শিবির৷

The post ত্রিপুরায় গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় খুশি! বিপ্লব দেবের মন্তব্যে ফের বিতর্কের ঝড় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement