shono
Advertisement

বিডেনের জয়ে উৎফুল্ল খোদ ট্রাম্পের ভাইঝি, শ্যাম্পেন হাতে পোস্ট করলেন সেলিব্রেশনের ছবি

প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ধরাশায়ী রিপাবলিকান দল।
Posted: 12:25 PM Nov 08, 2020Updated: 12:25 PM Nov 08, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে সৈকতের লাল কাঁকড়ার মতো মিলিয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রতিপত্তি। প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ধরাশায়ী রিপাবলিকান দল। এহেন সময়ে কাটা ঘায়ে নুনের ছিটে ‘বিডেন টুপি’ মাথায় শ্যাম্পেন হাতে আনন্দে মেতে উঠলেন খোদ ডোনাল্ড ট্রাম্পের ভাইঝি মেরি ট্রাম্প।

Advertisement

[আরও পড়ুন: পরিবেশ রক্ষায় বাড়তি গুরুত্ব দিয়ে প্রতিশ্রুতিমতো প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরবেন বিডেন?]

তবে এতে অবাক হওয়ার কিছু নেই। পরিবারের সদস্য হলেও গোড়া থেকেই ডোনাল্ড ট্রাম্পের সমালোচক মেরি। শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বিডেনের জয়ে সেলিব্রেশনের একটি ছবি পোস্ট করেছেন মেরি। ছবিটিতে দেখা যাচ্ছে, তাঁর মাথায় রয়েছে বিডেন-হ্যারিস লেখা একটি কালো টুপি। হাতে শ্যাম্পেনের গ্লাস। তবে শুধু ছবি পোস্ট করেই ক্ষান্ত থাকেননি তিনি। টুইটে ট্রাম্পের পরাজয় নিয়ে তাঁর কটাক্ষ, “অভিভূত, কৃতজ্ঞ, স্বস্তিদায়ক। আমরা সফল হয়েছি।”

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে বিবাদ চলছে মেরির। গত সেপ্টেম্বর মাসে বিদায়ী প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলাও করেন তিনি। মেরির অভিযোগ, তাঁকে ঠকিয়ে কয়েক কোটি ডলার হস্তগত করেছেন ট্রাম্প। শুধু তাই নয়, পারিবারিক সম্পত্তি থেকেও তাঁকে বঞ্চিত করা হয়েছে। আর এই সমস্ত কাজ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে। উল্লেখ্য, বিগত কয়েকমাস ধরেই ট্রাম্পের বিরুদ্ধে প্রচারে নেমেছেন মেরি। বিদায়ী প্রেসিডেন্টকে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর মানুষ বলেও কটাক্ষ করেছিলেন তিনি। ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ট্রাম্পের ‘ভোট চুরি’র অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি।

এদিকে, শনিবার পঞ্চম দিনের ভোট গণনা শুরু হতেই পেনসিলভেনিয়ার ২০টি ইলেক্টোরাল ভোট চলে যায় বিডেনের (Joe Biden) ঝুলিতে। ফলে সহজেই ২৭০টি ইলেক্টোরাল ভোটের ম্যাজিক ফিগার পার করে ফেলেন তিনি। তাঁর ইলেক্টোরাল ভোটের সংখ্যা এখন ২৭৩। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প আটকে রইলেন ২১৩তেই। ফলে আমেরিকার সবচেয়ে বেশি বয়স্ক প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিডেন। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাওয়ারও নজির গড়ে ফেলেছেন তিনি।

[আরও পড়ুন: পরিবেশ রক্ষায় বাড়তি গুরুত্ব দিয়ে প্রতিশ্রুতিমতো প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরবেন বিডেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement