shono
Advertisement

Rampurhat Incident: কর্তব্যে গাফিলতির অভিযোগ, সাসপেন্ড রামপুরহাটের গোয়েন্দা আধিকারিক ও ১২ সিভিক ভলান্টিয়ার

সাসপেন্ড করলেন বীরভূমের পুলিশ সুপার।
Posted: 04:26 PM Mar 23, 2022Updated: 05:03 PM Mar 23, 2022

নন্দন দত্ত, সিউড়ি: রামপুরহাট কাণ্ডে (Rampurhat Incident) এবার শাস্তির মুখে ১২ জন সিভিক ভলান্টিয়ার ও এক গোয়েন্দা প্রধান। কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে তাঁদের সাসপেন্ড করলেন বীরভূমের পুলিশ কমিশনার নগেন্দ্রনাথ ত্রিপাঠি। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে রামপুরহাটের ঘটনার রিপোর্ট পৌঁছেছে নবান্নে।  

Advertisement

ঘটনার সূত্রপাত সোমবার রাতে। ওইদিন রামপুরহাটে (Rampurhat Clash) বোমা মেরে খুন করা হয় তৃণমূল উপপ্রধান ভাদু শেখকে। এর পরই সেই রাতে বগটুই গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যেখানে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসনের দাবি। এই ঘটনাকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। অভিযুক্তদের শাস্তির দাবিতে সোচ্চার সব মহল। বুধবার নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে অভিযুক্তদের শাস্তির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ফিরেই মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে ফোন করেন বলে খবর। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই রামপুরহাট কাণ্ড নিয়ে নবান্নে রিপোর্ট পেশ করেছে জেলা প্রশাসন। 

[আরও পড়ুন: প্রেমের টানে ঘর ছেড়েছিলেন মহিলা, এক কোপে স্ত্রীর প্রেমিককেই খুন করল স্বামী]

অগ্নিকাণ্ডের ঘটনার পর শোনা যাচ্ছিল, বগটুই গ্রামের বাসিন্দারা আতঙ্কে গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন। কিন্তু জেলা প্রশাসনের রিপোর্ট বলছে অন্য কথা। রিপোর্ট অনুযায়ী, আতঙ্কে গ্রামবাসীদের ঘরছাড়া হওয়ার বিষয়টি ঠিক নয়। দু-একটি পরিবার যাঁরা গিয়েছিল, তাঁরাও ফিরে এসেছে। এদিকে  বুধবারই রামপুরহাটে গিয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞরা। খতিয়ে দেখছেন ঘটনাস্থল। পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরই মাঝে রামপুরহাটের গোয়েন্দা প্রধান উত্তম কর্মকার ও ১২ জন সিভিক ভলান্টিয়ারকে সাসপেন্ডের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন বীরভূমের পুলিশ সুপার। সব মিলিয়ে এখনও উত্তেজনা বগটুইয়ে। 

[আরও পড়ুন: রামপুরহাট যাওয়ার পথে শক্তিগড়ে ল্যাংচার দোকানে দাঁড়াল বিজেপির বাস! তীব্র কটাক্ষ মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার