সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধ নামের অঙ্কটির একটাই ফলাফল, তা হল মৃত্যু। এ নতুন করে বলার মতো বিষয় নয়, তবুও যুদ্ধ হয়, মানুষ মরে। কিছুদিন আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) বলি হয়েছিলেন ইউক্রেনের জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস (Oksana Shvets)। এবার রুশ ক্ষেপণাস্ত্র হানায় প্রাণ গেল ইউক্রেনীয় ব্যালে তারকা আর্টিওম দাকশিলের (Artyom Datsishin)।
সংবাদ সংস্থার খবর, বৃহস্পতিবার মৃত্যু হয়েছে ৪৩ বছরের ব্যালে তারকা আর্টিওমের। ক’দিন আগেই রুশ ক্ষেপণাস্ত্র হানায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। রুশ হামলার সময় তিনি নিজের বাড়িতেই ছিলেন বলে জানা গিয়েছে। গোলা বর্ষণে তার বাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার মৃত্যু হয়েছে ইউক্রেনের ওই ব্যালে তারকার। আর্টিওম দাকশিল ন্যাশনাল অপেরার সঙ্গে যুক্ত ছিলেন।
[আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান, ‘খুশি’র তালিকায় কত নম্বরে ভারত?]
উল্লেখ্য, কিছুদিন আগে রাশিয়ার রকেট হানায় মৃত্যু হয়েছে ইউক্রেনের জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটসের। ৬৭ বছরের অভিনেত্রী সেই সময় নিজের আবাসনেই ছিলেন। তারপরেও যুদ্ধ তাঁর প্রাণ কাড়ে, যেহেতু রুশ গোলা আছড়ে পড়েছিল ওই আবাসনে। যুদ্ধ শুরুর ক’দিন আগেই শিল্পীদের জন্য ইউক্রেনের সর্বোচ্চ সম্মান ‘ওনার্ড আর্টিস্ট অব ইউক্রেন’ পেয়েছিলেন ওকসানা।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানে নামে পুতিনের বাহিনী। শুরুতে রুশ সেনার লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক কেন্দ্রগুলি। পরে দেখা যায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বলি হচ্ছে বেসামরিক সাধারণ মানুষও। মৃত্যু হয়েছে অসংখ্য শিশুর। রাষ্ট্রসংঘের দাবি, এখনও অবধি ৬০০ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে যুদ্ধে। আহত ১ হাজারের বেশি।
[আরও পড়ুন: ‘যুদ্ধ না থামালে কয়েক প্রজন্মেও রাশিয়ার ক্ষতিপূরণ হবে না’, হুমকি জেলেনস্কির]
অন্যদিকে, প্রাণ বাঁচাতে দেশ ছেড়েছেন ২০ লক্ষ মানুষ। পোল্যান্ড, সার্বিয়া, হাঙ্গেরির মতো ইউক্রেনের প্রতিবেশী দেশগুলির শরণার্থী শিবিরে আশ্রয় নিচ্ছেন অসংখ্য অসহায়। এদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আজ ২৪তম দিনে পড়ল।ফল স্বরূপ বিপর্যয় বেড়েই চলেছে, অন্যদিকে যুদ্ধ থামার কোনওরকম লক্ষণ নেই। এহেন পরিস্থিতিতে রাশিয়ার কাছে ফের আলোচনার টেবিলে বসার আরজি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskiy)।