shono
Advertisement

বিশ্বকাপে ভরাডুবি পাকিস্তানের, হাল ফেরাতে কোচ করা হল প্রাক্তন KKR পেসারকে

ঢেলে সাজানো হচ্ছে পাক ক্রিকেটকে।
Posted: 06:37 PM Nov 21, 2023Updated: 06:37 PM Nov 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে পাকিস্তানের কোচিং বিভাগে পরিবর্তন আনা হচ্ছে। দুই প্রাক্তন পাক তারকা উমর গুল (Umar Gul) এবং সইদ আজমলকে (Saeed Ajmal) বোলিং কোচ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ফাস্ট বোলিং বিভাগের কোচ করা হয়েছে উমর গুলকে। স্পিন বিভাগের কোচ সঈদ আজমল।
বোলিং কোচ হিসেবে গুল ও উমরের প্রথম পরীক্ষা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ১৪ ডিসেম্বর, ২০২৩ থেকে ৭ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত চলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১২-২১ জানুয়ারি পর্যন্ত চলবে টি-টোয়েন্টি সিরিজ।

Advertisement

[আরও পড়ুন: দর্শকদের ভালোবাসার অত্যাচারে আহত শাকিব! ঠিক কী ঘটেছিল? দেখুন ভাইরাল ভিডিও]

 

এবার নিয়ে দ্বিতীয় বার পাকিস্তানের বোলিং কোচ হিসেবে কাজ চালাবেন গুল। এর আগে মার্চে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বোলিং কোচ হিসেবে কাজ করেছেন প্রাক্তন পাক বোলার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও কোচ ছিলেন উমর গুল। পাকিস্তান সুপার লিগে আজমল ও গুল কোচ হিসেবে কাজ করেছেন।

এদিকে কোচ বদলালেও পাকিস্তান ক্রিকেটে সমস্যা কিন্তু কাটছে না। গুল ও আজমলের প্রথম পরীক্ষা অস্ট্রেলিয়ার মাটিতে। সেই সফরে হ্যারিস রউফকে পাচ্ছে না পাকিস্তান। অস্ট্রেলিয়া সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত রউফ নেওয়ায় চটেছেন জাতীয় দলের নতুন মুখ্য নির্বাচক ওয়াহাব রিয়াজ (Wahab Riaz)।

[আরও পড়ুন: কাপযুদ্ধের ইতিহাসে নয়া নজির, স্টেডিয়ামে দর্শক সংখ্যায় বিশ্বজয়ী ভারত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার