সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই-গোয়া হাইওয়েতে ভয়ংকর পথদুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে উলটে গেল গাড়ি। মৃত্যু হয়েছে একই পরিবারের পাঁচ সদস্যের। তবে আশ্চর্যজনকভাবে বেঁচে গিয়েছেন গাড়িটির চালক। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে মহারাষ্টের রত্নাগিরি জেলায় দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িতে মোট পাঁচ জন যাত্রী ছিলেন। তাঁরা এক আত্মীয়ের শেষকৃত্যে যোগ দিতে মুম্বই থেকে দেবরুকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিছুদূর যাওয়ার পরই গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে জগবুদি নদীতে গিয়ে পড়ে। তারপরই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। হাত লাগান উদ্ধারকাজে। কিন্তু কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ক্রেনের মাধ্যমে নদী থেকে তোলা হয় গাড়িটিকে। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে বেঁচে যান চালক। গুরুতর আহত অবস্থায় তিনি নিকটবর্তী একটি হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
এ প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন, "ভোর পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দ্রুত আমরা সেখানে পৌঁছই। বেশ কিছুক্ষণের চেষ্টায় গাড়িটিকে উদ্ধার করা হয়। একমাত্র গাড়ির চালক প্রাণে বেঁচেছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।"
