বাবুল হক, মালদহ: ছাগলের মুখ বেঁধে তার সঙ্গে যৌনতার চেষ্টা! মদ্যপ যুবকের কীর্তি প্রকাশ্যে আসতেই শোরগোল মালদেহর হরিশচন্দ্রপুরে। ইতিমধ্যেই পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছেন ছাগলটির মালিক। গুণধরের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে, সোমবার বিকেলে মালদহের হরিশ্চন্দ্রপুরে তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের বরোল বাজার এলাকার একটি মাঠে পোষ্য ছাগলটিকে ছেড়ে আসেন তার মালিক। পরে ছাগলটি ক্রমাগত চিৎকার করছে শুনতে পান ওই ব্যক্তি। মাঠে যেতেই ভয়ংকর দৃশ্য। অভিযোগ, ছাগলটির মালিক দেখেন, তার পোষ্যের মুখ বেঁধে যৌনতার চেষ্টা করছে এলাকারই এক যুবক। মালিককে দেখেই চঞ্চল দাস নামে ওই যুবক চম্পট দেয়।
অভিযোগ কিছুক্ষণ পর দলবল নিয়ে ফিরে আসে মদ্যপ যুবক। ছাগলের মালিকের বাড়িতে চড়াও হয় তাঁরা। পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করা হয়। তাতেও দমানো যায়নি ছাগলটির মালিককে। তিনি পোষ্যকে সঙ্গে নিয়েই থানায় হাজির হন। অভিযোগ দায়েরও করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ। আহতরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। উল্লেখ্য, এই প্রথম নয়। রাজ্যে আগেও বিকৃত লালসার শিকার হয়েছে প্রাণীরা। শাস্তিও পেতে হয়েছে। তা সত্ত্বেও ফের একই ঘটনার পুনরাবৃত্তি।