সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিন বলে কথা! গিফট তো কিছু চাই নাকি! তাও আবার সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের জন্মদিন বলে কথা! এমডি-র আবদার, যৌন নির্যাতন করবেন অধীনস্ত মহিলা সিইও-র উপর৷ কোনও বি-গ্রেড মশলাদার সিনেমার প্লট নয়, বেঙ্গালুরুর এক বেসরকারি সংস্থার এমডি এমন কাণ্ডই ঘটালেন৷ তাঁর জন্মদিনের উপহার হিসেবে যৌন সম্পর্ক স্থাপনের বাসনা জানালেন তাঁর বিজনেস পার্টনার এক মহিলাকে৷
যদিও কাঙ্খিত উপহার তো তিনি পেলেনই না, বরং অভিযুক্ত এমডি-কে এখন হাজতে রাত কাটাতে হচ্ছে৷ কারণ, কু-প্রস্তাব পেয়ে ওই সিইও পুলিশে নালিশ করেন। তাঁর অভিযোগ, এমডি নিজের ঘরে তাঁর সঙ্গে একটা দিন কাটাতে চেয়েছেন৷ এমনকী, জনসমক্ষে নগ্ন করার হুমকি দিয়েছেন৷ অফিসে তো বটেই লিফটের মধ্যেও অশালীন আচরণ করেছেন তাঁর সঙ্গে। শেষ পর্যন্ত ওই মহিলা অভিযোগ জানিয়েছেন বোম্মানাহাল্লি পুলিশ স্টেশনে। অভিযুক্ত এমডি-র নাম ব্রাইস জন। অভিযুক্ত একটি হেলথ কেয়ার সংস্থার মালিক৷
নিগৃহীতার অভিযোগ, কাজ শুরুর পর থেকেই জন তাঁর উপর যৌন নির্যাতন শুরু করেন। কিন্তু আপত্তি করা সত্ত্বেও এ নিয়ে তিনি বিশেষ কোনও পদক্ষেপ করেননি, কারণ অল্প কয়েক দিন আগে বিশাল পরিমাণ টাকা ঢেলে ওই কোম্পানি শুরু করেন তাঁরা। কিন্তু গত ২১ জুলাই জন জন্মদিনের উপহার হিসেবে তাঁর সঙ্গে সময় কাটানোর জন্য তাঁকে চাপ দেন। রাজি না হলে কোম্পানির লভ্যাংশ তাঁকে না দেওয়ারও হুমকি দেন তিনি। ১ অগাস্ট তাঁর সঙ্গে চেন্নাই বেড়াতে যাওয়ার প্রস্তাব দেন জন। এরপরেই পুলিশে অভিযোগ করেন ওই মহিলা সিইও। অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
The post জন্মদিনে CEO-র কাছে যৌনতার আবদার ডিরেক্টরের appeared first on Sangbad Pratidin.
