shono
Advertisement

Breaking News

নর্তকীর অতৃপ্ত আত্মা আজও ঘুরে বেড়ায় এই দুর্গে

হীরের ঝলমল যেখানে রয়েছে, সেখানে লোভের ছায়া পড়বে না, এমন কি হতে পারে? The post নর্তকীর অতৃপ্ত আত্মা আজও ঘুরে বেড়ায় এই দুর্গে appeared first on Sangbad Pratidin.
Posted: 02:52 AM Aug 23, 2016Updated: 09:22 PM Aug 22, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস তো বহু অজানা গল্পের সাক্ষী৷ বহু অজানা ঘটনা, বহু হিংসা এবং আত্মত্যাগের গল্প লেখা রয়েছে ইতিহাসের পাতায়৷ শুধুই কি বইয়ের পাতায় সীমিত রয়েছে ইতিহাসের অজানা তথ্য? না, ঐতিহাসিক স্থানগুলির প্রতিটি দেওয়াল, প্রতি ইট এখনও ইতিহাস বয়ে নিয়ে চলে৷ প্রাচীন ফোর্ট, প্রাসাদ এবং রাজবাড়িগুলি যেন এক একটি মূর্তমান ইতিহাসের সাক্ষী৷

Advertisement

এমনই একটি ঐতিহাসিক দুর্গ হল গোলকুন্ডা ফোর্ট৷ বিখ্যাত কাকাতিয়াস সাম্রাজ্যে তৈরি হয়েছিল এই দুর্গ৷ অন্ধ্রপ্রদেশের এই অঞ্চলে রয়েছে একাধিক কয়লাখনি৷ বহু হীরের সন্ধান দিয়েছে এই অঞ্চল৷ শুধু তাই নয়, বিখ্যাত কোহিনুর হীরের সন্ধানও মিলেছিল এই অঞ্চলে৷

কিন্তু হীরের ঝলমল যেখানে রয়েছে, সেখানে লোভের ছায়া পড়বে না, এমন কি হতে পারে?

শোনা যায়, এই গোলকুন্ডা ফোর্টও নাকি এমন লালসার শিকার৷ এমন কিছু ঘটেছিল এই ফোর্টে, যার জন্য এখনও ভৌতিক আবেশ রয়ে গিয়েছে এই ফোর্টে৷

শোনা যায়, বহুমূল্য মণি মানিক্যের পাশাপাশি এই দুর্গ নাকি এক নিবিড় প্রেম কাহিনীর সাক্ষী৷ নর্তকী তারামণি এবং আবদুল্লা কুতুব শাহ’র ভালবাসা আজও নাকি দুর্গের প্রতিটি স্তম্ভের জানা৷ শুধু তাই নয়, শোনা যায় এই প্রেম নাকি পরিণতি পায়নি৷ আর তারজন্য নাকি আজও নর্তকী তারামণির অতৃপ্ত আত্মা আজও দুর্গে ঘুরে বেড়ায়৷

শুধু তাই নয়, সন্ধ্যার পর এই দুর্গে বহু মানুষই অনেক ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছেন৷ সূর্য ডুবলেই নাকি অদ্ভুত সব আওয়াজ ভেসে আসে এই দুর্গ থেকে৷ শুধু তাই নয়, বহু ভৌতিক অবয়বের দেখাও মেলে সেখানে৷ শোনা যায়, এই দুর্গে শুটিং করতে এসেও বহু অদ্ভূত পরিস্থিতির শিকার হয়েছেন শুটিংয়ের কর্মীরা৷ যেই ঘটনার কোনও যুক্তি খুঁজে পাননি তাঁরা৷

সন্ধ্যা ছটার পর এই অঞ্চলে সাধারণের যাওয়া বর্তমানে নিষিদ্ধ৷

The post নর্তকীর অতৃপ্ত আত্মা আজও ঘুরে বেড়ায় এই দুর্গে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement