shono
Advertisement
Lucknow Airport

লখনউ বিমানবন্দরে অবতরণের পরই হজযাত্রীদের উড়ানে ধোঁয়া! এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা

হুড়োহুড়ি পড়ে যায় বিমানে।
Published By: Subhodeep MullickPosted: 12:15 PM Jun 16, 2025Updated: 12:19 PM Jun 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিমান বিপত্তি! সৌদির হজযাত্রীদের নিয়ে লখনউ বিমানবন্দরে অবতরণের পরই উড়ানে দেখা গেল ধোঁয়া। এমনকী বেশ কয়েকবার আগুলের ফুলকিও বেরিয়েছে বলে খবর। গোটা ঘটনাকি কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে পাইলট, ক্রু এবং বিমানটির সকল যাত্রীই সুরক্ষিত রয়েছেন।

Advertisement

শনিবার রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ সৌদি আরবের জেদ্দা থেকে রওনা দেয় উড়ানটি। বিমানটিতে মোট ২৪১ জন হজযাত্রী ছিলেন। রবিবার সকাল সাড়ে ছ’টা নাগাদ লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই উড়ানের বাঁ দিকের চাকায় ধোঁয়া বেরোতে দেখা য়ায়। পাশাপাশি, বেশ কয়েকবার আগুনের ফুলকিও বেরোয় বলে খবর। এরপরই বিমানের ভিতর হুড়োহুড়ি পড়ে যায়। কিন্তু পাইটলের তৎপরতায় সঙ্গে সঙ্গেই বিমানটি থেমে যায়। তড়িঘড়ি যোগাযোগ করা হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। এরপর বিমানটিকে পিছনে ঠেলে ট্যাক্সিওয়েতে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই সমস্ত যাত্রী এবং ক্রুরা নিরাপদে বিমান থেকে অবতরণ করেন।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে বিমানবন্দরের এমার্জেন্সি রেসপন্স টিম। প্রায় ২০ মিনিটের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু কী কারণে এই ঘটনা ঘটল? সূত্রের খবর, বিমানটির ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক গোলযোগ তৈরি হয়। এর ফলে বিমানের চাকা এবং তার আশপাশের যন্ত্রাংশগুলিতে আচমকা তাপমাত্রা বেড়ে যায়। এরপরই ধোঁয়া এবং আগুনের ফুলকি বেরোতে থাকে। তবে ভাগ্যক্রমে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সৌদির হজযাত্রীদের নিয়ে লখনউ বিমানবন্দরে অবতরণের পরই উড়ানে দেখা গেল ধোঁয়া।
  • এমনকী বেশ কয়েকবার আগুলের ফুলকিও বেরিয়েছে বলে খবর।
  • তবে পাইলট এবং সকল যাত্রীই সুরক্ষিত রয়েছে।
Advertisement