shono
Advertisement

সাংবাদিক হত্যাকাণ্ডে সিবিআই চার্জশিটে ছোটা রাজনের নাম

মুম্বই আন্ডারওয়ার্ল্ড নিয়ে খবর লিখতেন সাংবাদিক জ্যোতির্ময় দে৷ আর তাঁর খবর দেখে ক্ষুণ্ন হয়েছিল ছোটা রাজন৷ আর তাই তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়৷ The post সাংবাদিক হত্যাকাণ্ডে সিবিআই চার্জশিটে ছোটা রাজনের নাম appeared first on Sangbad Pratidin.
Posted: 11:42 PM Aug 05, 2016Updated: 06:12 PM Aug 05, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংবাদিক জ্যোতির্ময় দে’র হত্যাকাণ্ডে চার্জশিট গঠন করল সিবিআই৷ আর সেই চার্জশিটে উঠে আসল আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনের নাম৷

Advertisement

২০১১ সালের জুন মাসে মুম্বই আন্ডারওয়ার্ল্ড নিয়ে সংবাদ পরিবেশনার জন্য আততায়ীদের হাতে খুন হয়েছিলেন সাংবাদিক জ্যোতির্ময় দে৷ ৫৫ বছরের এই সাংবাদিককে দিনের আলোয় গুলি করে খুন করে দুই ব্যক্তি৷

চলতি বছরের জানুয়ারি মাসে এই ঘটনার তদন্তের ভার নেয় সিবিআই৷ আর এরপরেই ছোটা রাজনের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয় তাঁদের পক্ষ থেকে৷ সূত্রের খবর, মুম্বই আন্ডারওয়ার্ল্ড নিয়ে খবর লিখতেন সাংবাদিক জ্যোতির্ময় দে৷ আর তাঁর খবর দেখে ক্ষুণ্ন হয়েছিল ছোটা রাজন৷ আর তাই তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়৷

জানা গিয়েছে, রাজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷ এছাড়াও আইপিসি ৩০২ এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে৷

The post সাংবাদিক হত্যাকাণ্ডে সিবিআই চার্জশিটে ছোটা রাজনের নাম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement