shono
Advertisement

মুখে নিকাব, মুসলিম মহিলাকে ঢুকতে বাধা দোকানে

ইসলাম ধর্মপালন করতে গিয়ে আর কতদিন এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমেরিকায়? The post মুখে নিকাব, মুসলিম মহিলাকে ঢুকতে বাধা দোকানে appeared first on Sangbad Pratidin.
Posted: 02:28 AM Aug 05, 2016Updated: 08:58 PM Aug 04, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিকাব পরে দোকানে ঢোকার অপরাধে এক মুসলিম মহিলাকে দোকান থেকে বের করে দিল দোকানের কর্মচারী৷ মার্কিন মুলুকের ইন্ডিয়ানায় ঘটেছে এই ঘটনা৷ ৩২ বছরের সারা সাফিকে নিকাব পরে দোকানে প্রবেশ করার ‘অপরাধে’ বের করে দেওয়া হল৷

Advertisement

গত সোমবার নিজের সন্তানদের নিয়ে দোকানে গিয়েছিলেন সারা৷ সন্তানদের গাড়িতে রেখে তিনি একটি স্টোরে কাঠকয়লা কিনতে ঢোকেন৷ কিন্তু দোকানে ঢুকে মাত্র ১০ পা এগোতেই কাউন্টারে বসে থাকা এক মহিলা বলেন, “দয়া করে আপনার মুখ থেকে পর্দা সরিয়ে দিন এবং তারপর দোকানে আসুন৷” কিন্তু সারা নিকাব খুলতে অস্বীকার করলে, তাঁকে দোকানে ঢুকতে বাধা দেওয়া হয়৷ এবং দোকানের ওই কর্মচারী বলে, জোর করে দোকানে ঢোকার চেষ্টা করলে সে পুলিশ ডাকবে৷

গোটা ঘটনাটিই মোবাইলে রেকর্ড করছিলেন সারা৷ তাঁদের কথোপকথনে শোনা গিয়েছে সেই রেকর্ডিংয়ে৷ শোনা গিয়েছে, দোকানের কর্মচারী বলছেন, গ্যারি অঞ্চলে দুষ্কৃতীদের প্রকোপ খুবই বেশি৷ তাই নিকাব পরে দোকানে কেউ প্রবেশ করুক তা তিনি চান না৷

এরপর আর অশান্তি না বাড়িয়ে দোকান থেকে বেরিয়ে আসেন সারা৷ যে দেশে মানুষের ধর্মীয় স্বাধীনতা, বাক স্বাধীনতা, পোশাক পরার স্বাধীনতা রয়েছে, সেখানে তাঁর পোশাকের এমন মাশুল গুনতে হল কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি৷

জিজ্ঞেস করেছেন, ইসলাম ধর্মপালন করতে গিয়ে আর কতদিন এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমেরিকায়?

The post মুখে নিকাব, মুসলিম মহিলাকে ঢুকতে বাধা দোকানে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement