সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের (India) প্রথম অ্যাথলিট হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships 2023) সোনা জিতে ইতিমধ্যেই ইতিহাস গড়ে ফেলেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। তবে শুধু বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships) পদক জয় নয়, এর আগে টোকিও অলিম্পিকেও (Tokyo Olympic) সোনা জিতেছিলেন নীরজ। এমন কীর্তি গড়ার জন্য অনেক আগেই অভিনভ বিন্দ্রাকে (Abhinav Bindra) ছুঁয়েছিলেন ‘সোনার ছেলে।’ আর তাই বুদাপেস্টে ইতিহাস গড়ার পরেই নীরজকে শুভেচ্ছা জানালেন ২০০৮ সালের বেজিং অলিম্পিকে শুটিং-এ সোনাজয়ী বিন্দ্রা।
বিন্দ্রা ‘X’-এ লিখেছেন, ‘বিশ্ব মঞ্চে নীরজের দাপুটে পারফরম্যান্স দেখে খুব গর্ব হচ্ছে। বুদাপেস্তে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজের এই সোনা জয় গোটা দেশ অনেক বছর অনেক বছর মনে রাখবে। নীরজ তোমার হার্ড ওয়ার্ক ও ডেডিকেশনকে কুর্নিশ জানাই।’
[আরও পড়ুন: ‘ক্রীড়াক্ষেত্রে নীরজ অতুলনীয়’, ‘সোনার ছেলে’-কে শুভেচ্ছা জানালেন মমতা-মোদি]
নীরজের ট্রাম্প কার্ড সাধারণত প্রথম থ্রোয়েতেই লুকানো থাকে। ফাইনালে সেই কার্ড কাজে না এলেও সোনা পেতে কোনও অসুবিধা হয়নি। ফাইনালে নীরজের প্রথম থ্রো ফাউল হয়। তবে নীরজ তাঁর দ্বিতীয় থ্রোতেই ৮৮.১৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে বিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। ঠিক যেমন যোগ্যতা অর্জন পর্বে ৮৮.৭৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে এক থ্রোয়েই বাজিমাত করে দিয়েছিলেন। সেই এক থ্রোয়েই নীরজ প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জনও করে ফেলেছেন।
কিন্তু ফাইনালে প্রথম থ্রোটি ফাউল করে ফেলেন নীরজ। যদিও দ্বিতীয় থ্রোতে আর কোনও ভুল করেননি তিনি। সারা দেশের রাত জাগা সফল করে ৮৮.১৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়েই উল্লাসে চিৎকার করে ওঠেন। প্রতিপক্ষের পরিসংখ্যান তাঁর জানা ছিল। তাই হয়তো বুঝতে পেরে গিয়েছিলেন যে, এবার তাঁকে টপকে যাওয়া বেশ কঠিন। দ্বিতীয় স্থানে শেষ করেন পাকিস্থানের আর্শাদ নাদিম। তিনি ৮৭.৮২ মিটার দুরুত্বে জ্যাভলিন ছোঁড়েন।
[আরও পড়ুন: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়েও নীরজের মুখে সেই ‘৯০ মিটার’]
নীরজের সঙ্গে অভিনব বিন্দ্রা জড়িয়ে রয়েছেন ভীষণ ভাবে। বিন্দ্রা ২০০৮ সালে বেজিং অলিম্পিকে শুটিংয়ে সোনা পান। ১২ বছর পর ফের নীরজ সেই নজির গড়েছেন ২০২০ টোকিও অলিম্পিকে। ব্যক্তিগত দক্ষতায় ‘বর্শা’মঙ্গলে দেশকে দিয়েছিলেন সোনা। এই দেশে মাত্র দু’জন অ্যাথলিটই ব্য়ক্তিগত দক্ষতায় অলিম্পিকে সোনা জিতেছেন। আরও একবার বিন্দ্রার আসনেই বসলেন নীরজ। কারণ বিন্দ্রার পর নীরজই একমাত্র ভারতীয় অ্যাথলিট যিনি অলিম্পিক ও বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন। এশিয়াড, কমনওয়েলথ, অলিম্পিক, ডায়মন্ড লিগের পর এবার বিশ্বচ্যাম্পিয়নশপে সোনা এল নীরজের। তিনিই যে সর্বকালের সেরা অ্যাথলিট, তা নিয়ে আর কোনও সন্দেহ নেই। এশিয়ান চ্য়াম্পিয়নশিপ ও দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নশিপেও কিন্তু রয়েছে নীরজের সোনা।