shono
Advertisement

Breaking News

পাক অধিকৃত কাশ্মীরে উঠল পাক বিরোধী স্লোগান

দেখুন ভিডিও The post পাক অধিকৃত কাশ্মীরে উঠল পাক বিরোধী স্লোগান appeared first on Sangbad Pratidin.
Posted: 07:16 PM Aug 13, 2016Updated: 03:32 PM Aug 15, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরের গিলগিত-বালতিস্তান প্রদেশে হাজার হাজার মানুষ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আন্দোলনে নামলেন শনিবার৷ পাক সেনাবাহিনীর বিরুদ্ধে উঠল অমানুষিক অত্যাচারের অভিযোগ৷ বিক্ষোভ দেখানোর অভিযোগে স্থানীয় নেতা বাবা জান-সহ অন্তত ৫০০ যুবককে গ্রেফতার করেছে নিরাপত্তা রক্ষাবাহিনী৷

Advertisement

আন্দোলনকারীদের দাবি, পাক সেনাবাহিনীকে প্রদেশের মাটি ছাড়তে হবে৷ পাশাপাশি, গিলগিতের বাসিন্দাদের ন্যূনতম রাজনৈতিক অধিকার দিতে হবে৷ কিন্তু পাক সেনাবাহিনী যে এই আন্দোলনকে কোনওভাবেই বরদাস্ত করবে না, তা এদিনের ধরপাকড় থেকেই স্পষ্ট৷ এই আন্দোলন থেকেই উঠল পাকিস্তান বিরোধী স্লোগান৷ ক্রুদ্ধ আন্দোলনকারীরা গিলজিতের শিয়া অধ্যুষিত শহরগুলিতে পতাকা হাতে রাস্তায় নেমেছেন৷ সুন্নি অধ্যুষিত পাকিস্তানে গিলগিত-বালতিস্তান প্রদেশেই শিয়াদের আধিপত্য রয়েছে৷ আন্দোলনকারীদের অভিযোগ, ‘চিন-পাকিস্তান ইকোনমিক করিডর’-এর কাজ অবিলম্বে বন্ধ করতে হবে৷ তাঁদের দাবি, নয়া প্রকল্পের ফলে শুধুমাত্র চিনা ও পাক অধিকৃত পাঞ্জাবের লাভ হবে৷ পাশাপাশি এই আন্দোলনকে স্তব্ধ করতে পাক সেনাবাহিনী চরম নিষ্ঠুরতা দেখাচ্ছে বলেও অভিযোগ উঠেছে৷

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পাক অধিকৃত কাশ্মীরও জন্মু ও কাশ্মীরের অংশ৷ শুধু তাই নয়, পাক অধিকৃত কাশ্মীর এবং বালুচিস্তানের মাটিতে পাকিস্তান যে হিংসা চালাচ্ছে তা বিশ্বের সামনে তুলে ধরার কথাও বলেছেন প্রধানমন্ত্রী৷ সেইসঙ্গে বিশ্বের বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা আজাদ কাশ্মীরের প্রবাসীদের সঙ্গে যোগাযোগ রাখার জন্যও প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রককে নির্দেশ দিয়েছেন৷

দেখুন ভিডিও:

WATCH: Protest in Pak occupied Gilgit Baltistan against Pakistan and demanding release of activist Baba Janhttps://t.co/KuIFEVDZsS

— ANI (@ANI_news) August 13, 2016

The post পাক অধিকৃত কাশ্মীরে উঠল পাক বিরোধী স্লোগান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement