দেবব্রত মণ্ডল, বারুইপুর: নদী পেরিয়ে চোখের নিমেষে জঙ্গলে মিলিয়ে গেল রয়্যাল বেঙ্গল টাইগার। মঙ্গলবার সকালে সুন্দরবনে পর্যটকদের ক্যামেরায় ধরা পড়ল এমনই এক বিরল মুহূর্ত। যা দেখে উচ্ছ্বসিত পর্যটকরা।
বছরের একাধিক সময়ে পর্যটকরা ভিড় জমান সুন্দরবনে। উদ্দেশ্য একটাই, যদি বরাতজোড়ে দেখা মেলে রয়্যাল বেঙ্গল টাইগারের। তবে সবসময় যে সাধ পূরণ হয় তেমনটা নয়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা মেলে না দক্ষিণরায়ের। কখনও আবার চোখের দেখা মিললেও ছবি তোলার সুযোগ হয় না। এদিন কলকাতা থেকে আটজন পর্যটকের দল গিয়েছিলেন সুন্দরবনের সজনেখালি জঙ্গলে। সেখান থেকে ফেরার পথেই পর্যটকদের চোখের সামনে হাজির হলুদ ডোরাকাটা। পর্যটকের ক্যামেরায় তোলা ভিডিওতে দেখা যাচ্ছে, নদী পেরিয়ে দ্রুত গতিতে জঙ্গলে ঢুকে যাচ্ছে দক্ষিণরায়। এই দৃশ্যের সাক্ষী হতে পেরে আনন্দে মাতোয়ারা পর্যটকরা।
উল্লেখ্য, দিন কয়েক আগেও সুন্দরবনে পর্যটকদের ক্যামেরায় ধরা পড়েছিল বাঘ। সেবার ছানাদের নিয়ে নদীর ধারে বসে ছিল রয়্যাল বেঙ্গল টাইগার। চলতি মরশুমে বারবার দক্ষিণরায়ের দেখা মেলায় পর্যটকদের পাশাপাশি খুশি টুর গাইডরা। কারণ, বাঘের দর্শন মেলায় পর্যটকদের ঢল যেমন নামছে সুন্দরবনে। স্বাভাবিকভাবেই বাড়ছে উপার্জন।
