সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকঘণ্টা। ঘড়ির কাঁটা ১২ টার ঘর ছুঁলেই নতুন বছর। নতুন স্বপ্ন-আশা। পঁচিশের অপ্রাপ্তি ছাব্বিশে পূরণ হবে তো? সেই প্রশ্ন সকলের মনেই। জানেন কি, প্রত্যাশা পূরণের চাবিকাঠি রয়েছে আপনার কাছে? আপনার কল্পনা ও ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশই সাফল্য আনতে কাজ করে জাদুর মতো। তাই আর্থিক উন্নতি ও সফলতা পেতে বছরের প্রথম দিনে ম্যানিফেস্ট করুন এই পদ্ধতিতে।
১. একটি ছোট কাচের জার নিন। অর্থ সংক্রান্ত যা যা চান, সেরকম ১০ টি বিষয় ছোট খোট সাদা কাগজে লিখুন। সেগুলোকে ভাঁজ করে ভরে ফেলুন ওই জারে। এবার জারে দিন কয়েন ও ক্রিস্টল। এই জারটি এমন জায়গায় রাখুন যেখানে প্রতিদিন আপনি সেটি দেখতে পাবেন। রাখতে পারেন অফিসের ডেস্ক, বিছানার পাশের টেবিলেও। এতে দেখবেন ধীরে ধীরে আপনার মাথা থেকে বেরিয়ে যাবে নেতিবাচক চিন্তা। বাড়বে নিজের প্রতি বিশ্বাস। যা আপনার অর্থনৈতিক উন্নতি ঘটাবেই।
প্রতীকী ছবি।
২. প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিন। অফিস যাওয়ার আগে রেডি হয়ে আয়নার সামনে দাঁড়ান। তিনবার বলুন, "আমি সাফল্যের যোগ্য। ২০২৬ সালে অর্থ উপার্জন করা আমার জন্য সহজ।" তবে এটা শুধু বলার জন্য বললেই হবে না। নিজেকে বিশ্বাস করুন। আস্থা রাখুন যে, আপনি পারবেন।
প্রতীকী ছবি।
৩. নতুন বছরে ধনী ও সফল হবেনই, একথা ভেবেই শুরু করুন ১ জানুয়ারির সকাল। ভবিষ্যতের আমিকে চিঠি লিখুন। আত্মবিশ্বাসী থাকার জন্য নিজেকেই ধন্যবাদ জানান। ধরুন লিখলেন, "বিপুল আয় ও সাফল্যকে উদযাপন করতে আমার দারুণ লাগছে।" অর্থাৎ ভাবুন যে আপনি সফলতাকে ছুঁতে পেরেছেন।
প্রতীকী ছবি।
৪. বাড়িতে একটি বোর্ড রাখুন। সেখানে বিলাসবহুল বাড়ি, স্বপ্নের গাড়ি-সহ যা যা পেতে যান সেগুলোর ছবি লাগিয়ে রাখুন। কাগজে লিখুন, 'CEO Life', 'Financial Freedom'-এর মতো শব্দ। প্রতিদিন অন্তত ৫ মিনিট সময় কাটান এই বোর্ডের সামনে।
প্রতীকী ছবি।
৫. আপনি যা নিয়ে ভয় পান বা নিজের যা নিরাপত্তাহীনতা তা একটি কাগজে লিখুন। ধরুন লিখলেন, "সফলতা আমার মতো মানুষের কাছে পৌঁছয় না।" এরপর সেই কাগজ পুড়িয়ে দিন এবং বলুন, 'আমি প্রতিবন্ধকতা সরিয়ে ফেলেছি। ২০২৬ এ সাফল্যের পথ প্রশস্ত করেছি।' এরপর সেই ছাই জলে ফেলে দিন। ব্যস, কেল্লাফতে।
