Advertisement
অন্তর্বাস থেকে চকোলেট, মিলন আরও মধুর করতে সঙ্গীর জন্য এসব 'দুষ্টু' উপহার কিনেছেন?
উপহার পাওয়ার পর শীতের রাত হবে জমে ক্ষীর!
তিনিই জীবনের সবচেয়ে কাছের। জীবনের চড়াই উতরাইয়ের সঙ্গী। তাঁর কাছেই রাগ, অভিমান, দুঃখ উজাড় করে দেওয়া যায়। বর্ষবরণের উদযাপনে তাই মনের মানুষকে উপহার দেন অনেকেই।
শাড়ি, গয়না বড় একঘেয়ে। বছরের অন্যান্য সময়ে বৈদ্যুতিন সামগ্রীও দেওয়াই যায়। রূপটান সামগ্রীও সঙ্গীনিকে দেওয়া হয়। বর্ষবরণে না হয় উপহার হোক একটু অন্যরকম।
কোনও 'সেক্সি গিফট' কিনবেন নাকি? সে আবার কী, বুঝতে পারছেন না? তবে আপনার জন্য রইল তার সুলুকসন্ধান। খরচও খুব বেশি নয়। পকেটের কথা চিন্তাভাবনা না করে চলুন কী কিনবেন তা ঠিক করে ফেলা যাক।
সঙ্গিনীর জন্য কিনতে পারেন রকমারি অন্তর্বাস। তা যেন বাহারি হয় খেয়াল রাখুন। হতে পারে তা নেটের কিংবা লেসের। সঙ্গিনীর পছন্দ অনুযায়ী রং বাছতে ভুলবেন না।
চকোলেট প্রায় সবসময় উপহার দেওয়া যায়। আপনিও তা দিতেই পারেন। সঙ্গিনীর পছন্দসই ফ্লেভারের চকোলেট দিন। তাতে তিনি বেশি খুশি হবেন।
বিয়ার কিংবা ওয়াইন, সঙ্গে সুগন্ধী দিয়ে একটি ফ্যান্টাসি বক্স সাজিয়ে উপহার দিতে পারে সঙ্গিনীকে। তার মন জয় যে হবেই, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
সঙ্গিনীকে 'দুষ্টু' বার্তা দিতে নানা ধরনের ভাইব্রেটর উপহার দিতে পারেন। তাতে আপনাদের রাতগুলি হয়ে উঠবে আরও সুন্দর। এই উপহার পাওয়ার পর সঙ্গিনী আরও একবার নতুন করে আপনার প্রেমেও পড়তেও পারেন।
গয়নার আদলে ভাইব্রেটর এখন বাজারে হু হু করে বিকোচ্ছে। বিশেষত অনলাইনে বিক্রির হার বেশি। এই ধরনের ভাইব্রেটর সঙ্গিনীকে উপহার দিতে পারেন।
Published By: Sayani SenPosted: 06:20 PM Dec 31, 2025Updated: 06:20 PM Dec 31, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
