shono
Advertisement

শিয়ালদহে সব প্ল্যাটফর্ম হবে ১২ বগির জন্য

অফিস টাইমে যাত্রীদের চাপ সামাল দিতে নয়া ভাবনা পূর্ব রেলের... The post শিয়ালদহে সব প্ল্যাটফর্ম হবে ১২ বগির জন্য appeared first on Sangbad Pratidin.
Posted: 03:42 PM Jul 08, 2016Updated: 10:12 AM Jul 08, 2016

স্টাফ রিপোর্টার: শিয়ালদহ উত্তর শাখার সমস্ত প্ল্যাটফর্ম ১২ বগির চলাচলের উপযুক্ত করে তুলতে চাইছে রেল৷ এবিষয়ে পূর্ব রেলের তরফে রেল বোর্ডের কাছে ২৯ কোটি টাকা চেয়ে পাঠানো হয়েছে৷ এই শাখার দুই, তিন, চার এবং চারের এ প্ল্যাটফর্ম দৈর্ঘ্যে ছোট হওয়ার কারণে ১২ বগির ট্রেন সেখানে ঢুকতে পারে না৷ ন’কামরার ট্রেন ঢোকে৷ ফলে যাত্রী চাপ সামাল দিতে সমস্যা হয়৷ এটি এই শাখার দীর্ঘদিনের সমস্যা৷ বহুবার প্ল্যাটফর্ম বাড়ানোর প্রস্তাব হলেও তা ফের বন্ধ হয়ে গিয়েছে৷

Advertisement

ইতিমধ্যেই শিয়ালদহ ডিভিশনের তরফে এই চার প্ল্যাটফর্ম বাড়ানোর ম্যাপ তৈরি করা হয়েছে৷ সেই মতো কাজও শুরু করা হবে৷ কিন্তু এখন প্রশ্ন আর্থিক সাহায্যের৷ রেল সূত্রে খবর, এই স্টেশনের পরিকাঠামো উন্নয়নেই সবচেয়ে বেশি টাকা চাওয়া হয়েছে৷ পূর্ব রেলের মোট চার স্টেশনের পরিকাঠামো উন্নয়নের জন্য রেলবোর্ডের কাছে টাকা চেয়ে পাঠানো হয়েছে৷ যার মধ্যে শিয়ালদহ ছাড়াও রয়েছে হাওড়া, মালদহ এবং আসানসোল স্টেশন৷ শিয়ালদহ স্টেশন দিয়ে গড়ে রোজ প্রায় ৩০ লক্ষ যাত্রী যাতায়াত করেন৷ শিয়ালদহ দক্ষিণ শাখায় সম্প্রতি সব ট্রেনই ১২ কামরার করা হয়েছে৷ কিন্তু উত্তর শাখায় যাত্রীচাপ থাকা সত্ত্বেও পরিকাঠামোর অভাবে তা হয়নি৷ এবার পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে রেল৷

The post শিয়ালদহে সব প্ল্যাটফর্ম হবে ১২ বগির জন্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement