shono
Advertisement

ভারতীয় বায়ুসেনায় যুক্ত হল সুপারসনিক ফাইটার জেট তেজস

এই বিমানকে বায়ুসেনার 'ব্লু-আইড বয়' বা 'আদরের সন্তান' বলে! The post ভারতীয় বায়ুসেনায় যুক্ত হল সুপারসনিক ফাইটার জেট তেজস appeared first on Sangbad Pratidin.
Posted: 06:02 PM Jul 01, 2016Updated: 12:36 PM Jul 01, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৩ বছরের অপেক্ষার অবসান! ভারতীয় বায়ুসেনার অস্ত্রভাণ্ডারে নয়া সংযোজন৷ লাইট কমব্যাট এয়ারক্রাফট (এলসিএ) হ্যাল তেজস-এর আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি হল বায়ুসেনায়৷ তেজস মূলত সিঙ্গল ইঞ্জিন মাল্টি-রোল ফাইটার জেট৷ বিশ্বের সবচেয়ে ছোট ও হালকা সুপারসনিক ফাইটার জেট দুটি আপাতত থাকবে বেঙ্গালুরুর স্টেশনে৷ তেজস-এর প্রথম স্কোয়াড্রনের নাম হতে চলেছে ‘ফ্লাইং ড্যাগার্স’৷

Advertisement

৩৩ বছর পর আজ, শুক্রবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুক্ত হল বায়ুসেনায়৷ যদিও তার ইঞ্জিনকে আরও উন্নত করার কাজ চলছে৷ ‘ফ্লাইং ড্যাগার্স’-এ তেজস-এর এসপি ১ ও এসপি ২ -এই দুটি ভার্সন উড়তে দেখা যাবে৷ ২০১৮-২০ সালের মধ্যে এই স্কোয়াড্রন পুরোপুরি তৈরি হয়ে যাবে৷ চলতি অর্থবর্ষের শেষের দিকে আরও ৬টি তেজস হাতে পাবে বায়ুসেনা৷

এবার দেখে নেওয়া যাক, কী রয়েছে এই লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস-এ!

তেজস-এ রয়েছে ইজরায়েলে তৈরি অত্যাধুনিক মাল্টি-মোড রেডার, ‘এলটা ২০৩২’৷ আকাশে শত্রুপক্ষের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়লে রয়েছে ‘এয়ার টু এয়ার’ মিসাইল৷ উড়ন্ত অবস্থায় মাটিতে টার্গেট করে শত্রুঘাঁটি ধ্বংস করার জন্য তেজস-এ রয়েছে লেজার ও টার্গেটিং পডস৷ সবচেয়ে বড় কথা, তেজস-এর চেয়ে নিরাপদ যুদ্ধবিমান খুব কমই রয়েছে৷ ৩০০০ বারেরও বেশি টেস্ট ফ্লাইংয়ের সময় একবারও মাঝ-আকাশে ভেঙে পড়েনি এই বিমান৷ ফ্রান্সের তৈরি মিরাজ ২০০০ মডেলের সঙ্গে একাসনে বসানো যায় তেজসকে৷ সাধে এই বিমানকে বায়ুসেনার ‘ব্লু-আইড বয়’ বা ‘আদরের সন্তান’ বলে!

The post ভারতীয় বায়ুসেনায় যুক্ত হল সুপারসনিক ফাইটার জেট তেজস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement