shono
Advertisement

৩৩৫০ ফুট দীর্ঘ জাতীয় পতাকায় স্বাধীনতা দিবস পালন

বিশ্বের ইতিহাসে এমন নজির আগে দেখেছেন কি? The post ৩৩৫০ ফুট দীর্ঘ জাতীয় পতাকায় স্বাধীনতা দিবস পালন appeared first on Sangbad Pratidin.
Posted: 10:12 PM Aug 15, 2016Updated: 04:42 PM Aug 15, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫ আগস্ট৷ বছরের এই একটা দিনে সারা ভারত ছেয়ে যায় তিন রঙে৷ গেরুয়া, সবুজ, সাদা আর মাঝে ভারতচক্র – এতেই নিহিত গোটা দেশের ঐক্য৷ তেরঙ্গার এই ঐতিহ্যের মাধ্যমেই নয়া নজির গড়লেন কর্নাটকের বেল্লারির ৫০০০ হাজার ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা৷

Advertisement

৩৩৫০ ফুট লম্বা জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতা দিবসের মিছিলে সামিল হলেন সকলে৷ ছয় ফুট চওড়া এই পতাকা নিয়ে মিছিল বেল্লারির ডিসির অফিস থেকে শুরু হয়৷ শেষ হয় মোথি সার্কেল এলাকায় এসে৷ পুরো আয়োজন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার৷

এই পতাকাই বিশ্বের ইতিহাসে ভারতের সবচেয়ে বড় জাতীয় পতাকা বলে দাবি তাঁদের৷ ৭০ তম স্বাধীনতা দিবসে এই ভাবেই দেশকে সম্মান জানাতে পেরে খুশি পড়ুয়ার দল ও শিক্ষক-শিক্ষিকারা৷

The post ৩৩৫০ ফুট দীর্ঘ জাতীয় পতাকায় স্বাধীনতা দিবস পালন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement