shono
Advertisement
TMC-ISF Clash at Bhangar

ভাঙড়ে ফের আইএসএফ-তৃণমূল সংঘর্ষে বোমাবাজি! মাথা ফাটল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। থমথমে গোটা এলাকা।
Published By: Subhankar PatraPosted: 02:26 PM Jan 15, 2026Updated: 05:06 PM Jan 15, 2026

আইএসএফ ও তৃণমূলের দ্বন্দ্বে ফের বোমাবাজি ভাঙড়ে (TMC-ISF Clash at Bhangar)! সংঘর্ষের মাঝে পড়ে মাথা ফাটল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এখন থমথমে গোটা এলাকা।

Advertisement

বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পোলেরহাট থানা এলাকায়। আহত যুবকের নাম রিজুয়ান ইসলাম। সে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তাঁর মাথা ফেটে গিয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তৃণমূলের অভিযোগ, আইএসএফের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের ভয় দেখাচ্ছিল। সেই ঘটনার প্রতিবাদ করে তারা। তারপরই বোমাবাজি শুরু আইএসফস। অন্যদিকে আইএসএফের অভিযোগ, তারা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর সংক্রান্ত বিষয়ে বোঝাচ্ছিলেন। সেই কাজে বাধা দেয় তৃণমূল। তারপর বোমাবাজি। ঘটনার পর ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে থমথমে হয়ে রয়েছে এলাকা।

উল্লেখ্য, বেশ কয়েকদিন আগেও সংঘর্ষে জড়ান আইএসএফ ও তৃণমূল কর্মীরা (TMC-ISF Clash at Bhangar)। সেই ঘটনাতে আহত হন কয়েকজন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সংঘর্ষে জড়াল ভাঙড়ে যুযুধান দুই পক্ষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement