বৈঠক নিষ্ফলা। ফলে ২৭ জানুয়ারি ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছেই। যার জেরে দেশে টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। রাজ্যে সেটা আরও একদিন বেশি। প্রভাব পড়তে পারে এটিএম পরিষেবাতেও। কারণ, ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তী ও সরস্বতী পুজো, ২৫ রবিবার, ২৬ সাধারণতন্ত্র দিবস। আর ২৪ তারিখ মাসের শেষ শনিবার বলে এমনিতেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।
ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস এই ধর্মঘটের ডাক দিয়েছে সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতে। অর্থাৎ, প্রতিটা শনিবারই বন্ধ রাখার দাবি তুলেছে সংগঠন। সংগঠনের এক কর্তা সঞ্জয় দাসের দাবি, পরিবর্তে সপ্তাহে কাজের দিনগুলিতে বাড়তি ৪০ মিনিট করে গ্রাহক পরিষেবা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। কিন্তু এতে রাজি নয় ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন (আইবিএ)। বুধবার মুম্বইয়ে আইবিএ-র সঙ্গে ধর্মঘটি সংগঠনের কর্তাদের বৈঠক নিষ্ফলা হওয়ায় ২৭ জানুয়ারি ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছেই বলে দাবি সংগঠনের। এই সময় অসংগঠিত কর্মীরাও ধর্মঘটে শামিল হবেন। আউটসোর্সিং থাকলেও এটিএমে টাকা নাও মিলতে পারে। তবে অনলাইনে লেনদেন চলবে।
বর্তমানে রবিবার বাদে মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি পান ব্যাঙ্ক কর্মীরা। কিন্তু অন্যান্য বেশ কিছু আর্থিক এবং সরকারি প্রতিষ্ঠানের মতো পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করার দাবিতে কর্মীরা দীর্ঘ দিন ধরেই সরব। ইউনিয়নগুলির বক্তব্য, পূর্ববর্তী চুক্তি অনুযায়ী বাকি দুই শনিবারও ছুটি ঘোষণা করার কথা ছিল। কিন্তু সেই এখনও বাস্তবায়িত হয়নি।
