shono
Advertisement

পারিবারিক দ্বন্দ্বের জেরে পুড়িয়ে মারা হল দুই দলিতকে

আবারও নতুন করে মাথাচারা দিল দলিত ইস্যু৷ The post পারিবারিক দ্বন্দ্বের জেরে পুড়িয়ে মারা হল দুই দলিতকে appeared first on Sangbad Pratidin.
Posted: 06:09 PM Oct 13, 2016Updated: 12:42 PM Oct 13, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও দলিত হত্যার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ৷ বুধবার রাতে উত্তরপ্রদেশের গোরখপুরে দলিত সম্প্রদায়ের দু’জনকে পুড়িয়ে মারার ঘটনায় আবারও নতুন করে মাথাচারা দিল দলিত ইস্যু৷

Advertisement

জানা গিয়েছে, বুধবার রাতে গোরখপুর জেলার চৌরাচৌরিতে একটি সিমেন্ট পাইপ ফ্যাক্টরির সামনে ঘুমিয়ে ছিলেন সন্তোষ পাসওয়ান এবং নর্মদা পাসওয়ান৷ সেই সময়ই সেখানে ছ’জন অপরিচিত ব্যক্তি হাজির হয়৷ পেট্রল ঢেলে সন্তোষ এবং নর্মদাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে৷ দগ্ধ অবস্থায় যন্ত্রণায় ছটফট করতে থাকেন তাঁরা৷ চিৎকার শুনে স্থানীয়রা তাঁদের উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যান৷ হাসপাতালে চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় সন্তোষের৷ যদিও মৃত্যুর সঙ্গে এখনও পাঞ্জা লড়ছেন নর্মদা৷ চিকিৎসকরা জানিয়েছেন, তিনিও প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছেন৷ আর তাই তাঁর বাঁচার সম্ভাবনাও খুব কম৷ সন্তোষ এবং নর্মদার পরিবারের তরফে অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পাসওয়ান পরিবারের বিরুদ্ধে চক্রান্ত চলছিল৷ আর তার জেরেই এই হামলা৷ পঞ্চায়েত নির্বাচনে মৌর্য পরিবারের সদস্যর কাছে পাসওয়ান পরিবারের সদস্য হেরে যাওয়ার পরই হামলার হুমকি পেয়েছিল পাসওয়ান পরিবারের সদস্যরা৷

আর এবার ‘উচিত শিক্ষা’ দেওয়ার নামেই জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হল পাসওয়ান পরিবারের দুই সদস্যকে!

The post পারিবারিক দ্বন্দ্বের জেরে পুড়িয়ে মারা হল দুই দলিতকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement