সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাংকে চাকরির (Job) জন্য প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, মোট ৩৪৭ জনকে স্পেশ্যালিস্ট অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ইউনিয়ন ব্যাংক (Union Bank Of India)। আগ্রহী প্রার্থীদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। তবে তার আগে জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
কোন বিভাগে কত শূন্যপদ:
সিনিয়র ম্যানেজার (রিস্ক): ৬০টি
ম্যানেজার (রিস্ক): ৬০টি
ম্যানেজার (সিভিল ইঞ্জিনিয়ার): ৭টি
ম্যানেজার (আর্কিটেক্ট): ৭টি
ম্যানেজার (ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার): ২টি
ম্যানেজার (প্রিন্টিং টেকনোলজিস্ট): ১টি
ম্যানেজার (ফোরেক্স): ৫০টি
ম্যানেজার (চার্টার্ড অ্যাকান্ট্যান্ট): ১৪টি
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (টেকনিক্যাল অফিসার): ২৬টি
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফোরেক্স): ১২০টি
আবেদনের যোগ্যতা:
সিনিয়র ম্যানেজার (রিস্ক) পদের জন্য
ফিনান্সে স্পেশালাইজেশন-সহ এমবিএ/ ম্যানেজমেন্ট পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা/ অঙ্ক/ স্ট্যাটিস্টিক্স/অর্থনীতিতে ৬০ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা:
যেকোনও আর্থিক সংস্থায় এই পদে কাজের কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
[আরও পড়ুন: Management Trainee Jobs: Coal India-য় প্রচুর শূন্যপদ, আজই আবেদন করুন]
ম্যানেজার (সিভিল ইঞ্জিনিয়ার)পদের জন্য
৬০ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট বিষয়ে বিই বা বিটেক হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা:
এই পদে কাজের কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
ম্যানেজার (আর্কিটেক্ট) পদের জন্য
- অন্তত ৬০ শতাংশ নম্বর-সহ আর্কিটেকচারে স্নাতক।
- কাউন্সিল অফ আর্কিটেকচারের বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে আবেদন করা যাবে।
অভিজ্ঞতা:
এই পদে কাজের কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
ম্যানেজার (ফোরেক্স) পদে আবেদনের জন্য
- আবেদনকারীকে ন্যূনতম স্নাতক হতে হবে।
- এছাড়া ৬০ শতাংশ নম্বর-সহ এমবিএ অথবা পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট পাশ অথবা ম্যানেজমেন্ট বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/বিজনেস ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। সব ক্ষেত্রেই ফিনান্স/ইন্টারন্যাশনাল বিজনেস/ ট্রেড ফিনান্সে স্পেশ্যালাইজেশন থাকতে হবে।
- IIBF থেকে ফোরেক্স সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে।
অভিজ্ঞতা:
এই পদে কাজের কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
ম্যানেজার (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট) পদে আবেদনের জন্য
ICAI স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পাশ হলে আবেদন করা যাবে।
অভিজ্ঞতা:
এই পদে কাজের কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আবেদনকারীর বয়সসীমা:
১ আগস্ট, ২০২১ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২০ থেকে ৩০ বছর বয়সিরা উপরোক্ত শূন্যপদগুলিতে আবেদন করতে পারেন।
আবেদনের পদ্ধতি:
https://www.unionbankofindia.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আগ্রহীরা আবেদন করতে পারেন।
আবেদনের শেষ দিন:
আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহীদের আবেদন করতে হবে।
আবেদনের ফি:
সাধারণ বা জেনারেলদের ফি বাবদ ব্যাংকে ৮৫০ টাকা জমা দিতে হবে। তবে তফশিলি জাতি, উপজাতি এবং বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্নদের আবেদনের কোনও ফি লাগবে না।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
অনলাইন পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
https://www.unionbankofindia.co.in এই ওয়েবসাইটে আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য নজর রাখতে হবে।