সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের নাম সরকারিভাবে ইন্ডিয়া থেকে ভারত করা কি সম্ভব? এমনিতে দেশের সংবিধানের প্রথম অনুচ্ছেদে দুটি নামেরই উল্লেখ আছে। ভারত সরকার সবক্ষেত্রে দুটি নামই ব্যবহার করে। কিন্তু এবার শোনা যাচ্ছে ‘ইন্ডিয়া’ শব্দটি পুরোপুরি বর্জন করে ‘ভারত’ শব্দটিই পুরোপুরি ব্যবহার করা হবে। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন হল, আন্তর্জাতিক ক্ষেত্রে সেটা কীভাবে সম্ভব।
রাষ্ট্রসংঘের খাতায় ‘ভারত’ এখনও ‘ইন্ডিয়া’ নামেই নথিভুক্ত। ভারতের প্রতিনিধিদের নামের পাশে ইন্ডিয়া শব্দটিই লেখা হয়। দেশের নাম সবক্ষেত্রে ভারত করতে হলে সেটাকে বদলাতে হবে। রাষ্ট্রসংঘকেও ‘ইন্ডিয়া’কে ভারত হিসাবে স্বীকৃতি দিতে হবে। প্রশ্ন হল সেটা কি সম্ভব? রাতারাতি একটা দেশের নামবদলকে কি স্বীকৃতি দেয় রাষ্ট্রসংঘ?
[আরও পড়ুন: রামায়ণ-মহাভারত টেনে গণতন্ত্র ও জনকল্যাণের পাঠ জি২০ পুস্তিকায়]
জবাবে রাষ্ট্রসংঘের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এই ধরনের অনুরোধ পেলে ভেবে দেখা যাবে। এর আগেও একাধিক দেশ নিজেদের নাম বদলের অনুরোধ জানিয়েছিল। এবং সেই অনুরোধ রাখাও হয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিয় গুতেরেসের সহকারী মুখপাত্র ফারহান হক বলছেন, “গত বছর Turkey নিজেদের নাম বদলে Turkiye করেছে। আমরা যদি এই ধরনের অনুরোধ পাই, তাহলে সেটা ভেবে দেখা হবে।”
[আরও পড়ুন: রাষ্ট্রপতির পর PM of Bharat, বিতর্ক আরও উসকে দিল বিজেপি, সরব বিরোধীরা]
সরকারিভাবে এখনও কোনও ঘোষণা না হলেও দেশের নামের ক্ষেত্রে শুধু ‘ভারত’ শব্দটি ব্যবহার করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সরকার। জি-২০ সম্মেলনে রাষ্ট্রপতির তরফে আমন্ত্রণপত্রে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ (President of Bharat)। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নামের পাশে ‘প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া’র বদলে ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ লেখা শুরু করেছেন।