আয়, আরও বেঁধে বেঁধে 'রাখি', ময়দানে নজিরবিহীন সম্প্রীতি
জেগে উঠেছে কলকাতা ময়দান। স্মরণকালের মধ্যে এমন নজিরবিহীন সম্প্রীতির ছবি কি দেখা গিয়েছে?
Tap to expand
মোহনবাগানী বোন রাখি পরিয়ে দিচ্ছেন ইস্টবেঙ্গলের ভাইয়ের হাতে। স্মরণকালের মধ্যে এমন সম্প্রীতির ছবি কবে দেখেছে কলকাতা ময়দান? একসময়ে দিয়েগো মারাদোনা মিলিয়ে দিয়েছিলেন রিভারপ্লেট ও বোকা জুনিয়র্সকে। আর জি করের প্রয়াত তরুণী চিকিৎসক মিলিয়ে দিয়ে গেলেন কলকাতার তিন প্রধানকে।
Tap to expand
প্রতিবাদের ফুলকি জ্বলতে শুরু করে দিয়েছিল শনিবার দুপুর থেকেই। শনিবারই জানিয়ে দেওয়া হল রবিবারের ডুরান্ড ডার্বি আয়োজন করা সম্ভব হচ্ছে না। রবিবার যুবভারতী ও তৎসংলগ্ন এলাকায় তিন প্রধানের সমর্থকরা নজিরবিহীন প্রতিবাদে সামিল হন। প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন ছিল, লাঠি চার্জ করা হয় সমর্থকদের উপরে। আজ সোমবার রাখি উৎসবে মেতে ওঠে কলকাতা ময়দান।
Tap to expand
ডার্বি মানে শুধু মাঠের লড়াই নয়। সেই লড়াই ছড়িয়ে পড়ে দুই গ্যালারিতেও। দুই প্রধানের সমর্থকরা বোধহয় রণ-ক্লান্ত এই চিরপ্রতিদ্বন্দ্বিতায়। কিন্তু রবিবার বিরল দিন। বিরল মুহূর্ত। ইস্ট-মোহনের সমর্থকরা এগিয়ে এলেন। একসঙ্গে নামলেন মিছিলে। কাঁধে কাঁধ মেলালেন দুদলের সমর্থকরা।
Tap to expand
যুবভারতীতে সমস্বরে ধ্বনিত হল, দুই গ্যালারির এক স্বর, জাস্টিস ফর আর জি কর।
Tap to expand
বিচারের দাবিতে ধ্বনিত হল আকাশ-বাতাস। ময়দান জেগে উঠেছে। খেলার মাঠের লড়াই মাঠেই থাক। বিচারের দাবিতে ঝাঁপিয়ে পড়ল গোটা ময়দান।
Published By: Krishanu MazumderPosted: 07:24 PM Aug 19, 2024Updated: 07:24 PM Aug 19, 2024
জেগে উঠেছে কলকাতা ময়দান। স্মরণকালের মধ্যে এমন নজিরবিহীন সম্প্রীতির ছবি কি দেখা গিয়েছে?