সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ১০ বছর। এই বয়সেই নজির গড়ে ফেলল খুদে ছেলেটি। বয়সে অনেক বড় পড়ুয়াদের সঙ্গেই দশম শ্রেণির পরীক্ষায় পাস করল সে। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এই বালক। সেরাজ্যের ইতিহাসে কনিষ্ঠতম হিসাবে এই পরীক্ষায় পাশ করেছে সে। প্রসঙ্গত, মঙ্গলবার দশম ও দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করেছে উত্তরপ্রদেশ বোর্ড।
জানা গিয়েছে, এই বিস্ময় বালকের নাম আয়ান গোয়েল। আর পাঁচটা স্বাভাবিক পড়ুয়ার মতোই পড়াশোনা করছিল সে। কিন্তু লকডাউনের সময়ে বাড়িতে থেকে নিজের ক্লাসের সমস্ত বই পড়ে শেষ করে ফেলে। তারপর থেকে উঁচু ক্লাসের বই পড়া শুরু করে। সকলে অবাক হয়ে দেখেন, বড় ক্লাসের পড়া হলেও অবলীলায় তা বুঝে ফেলছে খুদে আয়ান। তারপরেই আয়ানের বাবা-মা ঠিক করে ফেলেন, লকডাউনের পর বয়সের তুলনায় উঁচু ক্লাসেই নতুন করে ভরতি করা হবে আয়ানকে।
[আরও পড়ুন: ‘অস্বাভাবিক আচরণ, কোনও সম্পর্ক নেই’, সুকন্যার গ্রেপ্তারিতেও উদাসীন অনুব্রতর দাদা]
যেমন ভাবা তেমন কাজ। লকডাউনের পর স্কুল খুলতেই নতুন করে আয়ানকে স্কুলে ভরতি করা হয়। বয়সে বড় সহপাঠীদের সঙ্গে তাল মিলিয়ে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু উত্তরপ্রদেশের নিয়ম অনুযায়ী, ১৪ বছর বয়স না মাধ্যমিক পরীক্ষায় বসা যায় না। তবে আয়ানের জন্য বিস্তর ছোটাছুটি করে বিশেষ অনুমতি জোগাড় করেন স্কুলের প্রিন্সিপাল। অবশেষে দশম শ্রেণির পরীক্ষায় বসে ছোট্ট আয়ান।
আয়ানের বাবা পেশায় চার্টার্ড অ্যাকাউন্টান্ট। তিনি জানান, “পরীক্ষার পর আমরা বুঝতে পেরেছিলাম, ৭৫ শতাংশের উপরেই নম্বর পাবে আয়ান। তবে হিন্দি পরীক্ষা একটু খারাপ হয়েছিল। কিন্তু ফলপ্রকাশের পরে দেখলাম ভালই নম্বর পেয়েছে।” ৭৬.৬৭ শতাংশ নম্বর পেয়ে দশম শ্রেণির পরীক্ষায় পাস করেছে আয়ান। হিন্দি ও ইংরাজিতে তার প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭৩ ও ৭৪। এছাড়া অঙ্কে ৮২, বিজ্ঞানে ৮৩, সমাজবিদ্যায় ৭৮ ও কম্পিউটারে ৭০ পেয়েছে। ইঞ্জিনিয়ার হতে চায় আয়ান। নজির গড়ে এখন পরবর্তী লক্ষ্যপূরণে ব্যস্ত সে।
[আরও পড়ুন: কেন্দ্রীয় প্রকল্পে ১১টি নতুন নার্সিং কলেজ পাচ্ছে বাংলা, কোথায় কোথায় জানেন?]