সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারাদিন বেচাকেনার পর রাস্তার ধারে জিরোতে বসে হিসেব কষছিলেন যুবক। পাশেই স্ট্যান্ড করেন নিজের মোটরবাইক। ওই গাড়িতে ঝুলিয়ে রেখেছিলেন টাকা ভরতি ব্যাগ। মগ্ন হয়ে লেখাপড়া করছেন, এমন সময় আচমকা ব্যাগ নিয়ে পালায় একটি বাঁদর (Monkey)। ঘটনা বোঝামাত্র মাথায় হাত পড়ে যুবকের। কারণ ব্যাগে রয়েছে লাখ খানেক টাকা। এদিকে মুহূর্তে পাশের বড় গাছের মগডালে চড়ে বসে ‘চোর’। এবার কী হবে? মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের অর্থ খোয়া যাবে বাঁদরামিতে?
দিল্লির বাসিন্দা শারাফৎ হোসেন। উত্তরপ্রদেশের (Uttar Prasad) রামপুরের শাহবাদ এলাকায় বিকিকিনি সারেন। রামপুরেই বাইক থামিয়ে জিরোতে বসেছিলেন পথের ধারে একটি বেঞ্চে। ব্যাগে ছিল লক্ষ টাকা। ওই এলাকায় বাঁদরের উপদ্রবের কথা জানা স্থানীয়দের। শারাফৎ সম্ভবত জানতেন না। ফলে হিসেব কষায় মগ্ন হতেই টাকা ভরতি ব্যাগ নিয়ে পালায় একটি বাঁদর। মুহূর্তে উঁচু গাছের ডালে চড়ে বসে সেটি।