সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধুমধাম করে আয়োজন করা বিয়েতে ধূমপান নিয়ে গোলমাল। অনুষ্ঠান বাড়িতে তখন হইচই। চলছে গান-বাজনা। অতিথিদের ভিড়। আচমকা বর খেয়াল করেন শাশুড়ি নাচ করছেন, মুখে আবার সিগারেট। এই দৃশ্য একেবারেই পছন্দ হয়নি বর বাবাজির। এই নিয়েই ঝামেলা জেরে বিয়েই বাতিল হয়ে গেল। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সম্বল জেলায় ঘটেছে এই ঘটনা।
২৭ জুন ছিল বিয়ে। কন্যা রাজপুরার, যুবক সারায়াতরীনের। সবই ঠিক ছিল। সন্ধ্যায় যথাসময়ে বিয়ের মণ্ডপে এসে পৌঁছন বর। পর্যায়ক্রমে চলছিল আচার অনুষ্ঠান। আনন্দ অনুষ্ঠানে নাচের আসরও বসেছিল। সেই আসরেই গোলমাল। হঠাৎই বর দেখেন, তাঁর হবু শাশুড়ি নাচতে নাচতে আসরে প্রবেশ করেছেন। সেও ঠিক আছে কিন্তু মুখে জ্বলছে সিগারেট! শাশুড়ির ধূমপান একেবারেই পছন্দ হয়নি যুবকের। চেঁচামেচি শুরু করে দেন তিনি। এই নিয়ে দু’পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়।
[আরও পড়ুন: সাপ নিয়ে ছেলেখেলা! ভয়ংকর কোবরার সঙ্গে খেলছে একরত্তি, তারপর যা হল…]
কন্যাযাত্রী এবং বরযাত্রীদের মধ্যে বচসায় শেষ হয় তখন, যখন মেজাজ হারিয়ে বিয়েই বাতিল করে দেন বর। যদিও বরের মেজাজকে পাত্তা দেয়নি খোদ তরুণী। তিনি মায়ের পক্ষ নেন। জানা গিয়েছে, দুই পরিবারের দ্বন্দ্ব মেটাতে পঞ্চায়েত ডাকা হয়। সেখানে আলোচনার পর বিতর্ক দূর হয়েছে বলেও খবর।