সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তান (Afghanistan) থেকে পুরোপুরি সেনা সরিয়ে নিয়েছে আমেরিকা। ইতিমধ্যে গোটা দেশই চলে গিয়েছে তালিবানের দখলে। কিন্তু এখনও সেদেশে আটকে বহু মার্কিন নাগরিক। কিন্তু কাবুল বিমানবন্দর থেকে তাঁদের ফেরানো কঠিন। এই পরিস্থিতিতে নিজেদের নাগরিকদের ফেরাতে নতুন করে উদ্ধারকাজ শুরু করল আমেরিকা (America)। সরকারিভাবে সোমবারই চার মার্কিন নাগরিককে আফগানিস্তান সীমান্ত থেকে উদ্ধার করা হল। আটকে থাকা বাকি নাগরিকদেরও একইভাবে উদ্ধার করা হতে পারে বলে মার্কিন প্রশাসন সূত্র জানিয়েছে। এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের এক আধিকারিক। তালিবান মুখপাত্র অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
এদিন স্থলপথে চার আমেরিকানকে উদ্ধার করা হয়েছে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে। আফগানিস্তান থেকে তাঁদের কাতারে নিয়ে আসা হয়েছে। তালিবানের সঙ্গে আলোচনা করেই এই কাজ করা হয়েছে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে। এদিকে সোমবারই কাতারে পৌঁছে গিয়েছেন মার্কিন বিদেশসচিব। দোহায় কাতারের শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তিনি। দোহায় কাতারের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তিনি।
[আরও পড়ুন: Afghanistan Crisis: পঞ্জশিরে তালিবানের ঘাঁটিতে হামলা রহস্যময় যুদ্ধবিমানের, নিহত বেশ কয়েকজন জঙ্গি]
তালিবান এখনও নতুন সরকার সম্পূর্ণভাবে গড়ে তুলতে পারেনি। তবে সরকার গঠন কেবল সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে আফগানিস্তানের সঙ্গে কেমন সম্পর্ক তৈরি করা হবে, প্রতিবেশী দেশগুলি এই নিয়ে কী ভাবছে, এ নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ব্লিনকেনের দীর্ঘ বৈঠক হয়েছে। আফগানিস্তানে কীভাবে সাহায্য পাঠানো যেতে পারে, তালিবানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কী হতে পারে, এই বিষয়গুলিও আলোচনায় উঠে এসেছে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে।
বস্তুত এখনও আফগানিস্তানে শতাধিক আমেরিকান আটকে আছেন। বিমানে তাঁদের উদ্ধার করা যায়নি। মার্কিন বাহিনী এবং মার্কিন সংস্থায় কাজ করা বহু আফগান আটকে রয়েছে। যাঁরা দেশ ছাড়তে চান, তাঁদের সকলকে কীভাবে উদ্ধার করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। কথা হয়েছে নতুন করে কাবুল বিমানবন্দরকে সচল করার বিষয়ে। মার্কিন প্রশাসন জানিয়েছে, এই বিষয়গুলি নিয়ে তালিবান প্রতিনিধিদের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছে।