shono
Advertisement

এজলাসে পা রাখবে বিশ্বের প্রথম রোবট আইনজীবী

বিচারের বানী নীরবে নিভৃতে আর কাঁদবে না৷ কারণ এসে গিয়েছে এক বিশেষ আইনজীবী৷ যার নির্ভুল দলিলে সঠিক বিচার পাবেন অভিযোগকারীরা৷ আইনের প্রথম ধারা থেকে শেষ ধারা অবলীলায় বলে দেবে নিখুঁতভাবে৷ কারণ তার মগজাস্ত্র তৈরি ‘আইবিএম’-এর অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে৷ The post এজলাসে পা রাখবে বিশ্বের প্রথম রোবট আইনজীবী appeared first on Sangbad Pratidin.
Posted: 07:58 PM May 17, 2016Updated: 02:28 PM May 17, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচারের বানী নীরবে নিভৃতে আর কাঁদবে না৷ কারণ এসে গিয়েছে এক বিশেষ আইনজীবী৷ যার নির্ভুল দলিলে সঠিক বিচার পাবেন অভিযোগকারীরা৷ আইনের প্রথম ধারা থেকে শেষ ধারা অবলীলায় বলে দেবে নিখুঁতভাবে৷ কারণ তার মগজাস্ত্র তৈরি ‘আইবিএম’-এর অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে৷

Advertisement

আমেরিকার এক ল ফার্মে নিযুক্ত হল বিশ্বের প্রথম রোবট আইনজীবী৷ নাম ‘রস’৷ আপাতত আইনজীবীদের সহকারী হিসেবেই কাজ করবে এই রোবট৷ নিজের ডেটাবেস থেকে তুলে এনে দেবে মামলার জন্য প্রয়োজনীয় নথি৷ জানাবে অতীতের মামলার উদাহরণও৷ নতুন কোনও আইন প্রণয়ন হলে তার কী প্রভাব বর্তমান মামলায় পড়তে পারে, সেই বিষয়েও সতর্ক করে দেবে মানব সহকর্মীকে৷

২০১৪ সালে এই রোবট তৈরির কাজ  ‘আইবিএম’ শুরু করে৷ প্রথম দশ মাসের মধ্যেই আইনের চর্চার মাধ্যমে ‘রস’-এর পরীক্ষানীরিক্ষা শুরু হয়ে যায়৷ ভাল নম্বর পেয়েই পরীক্ষায় উত্তীর্ণ হয় এই বিশেষ আইনজীবী৷ আমেরিকার ‘বেকার হস্টেটলার’ ল ফার্মের মাধ্যমেই তার প্রথম বাণিজ্যিক ব্যবহার শুরু করল আইবিএম৷

The post এজলাসে পা রাখবে বিশ্বের প্রথম রোবট আইনজীবী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement