সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় ‘মুগ্ধ’ মার্কিন প্রেসিডেন্টও। তাঁকে জড়িয়ে ধরে চাইলেন অটোগ্রাফও। জি-৭ সম্মেলন উপলক্ষে জাপানে রয়েছেন ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীরা। সেখানে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হাগ ডিপ্লম্যাসি’ বা ‘আলিঙ্গন কূটনীতি’র ছবি ধরা পড়ে। দেখামাত্রই তাঁকে জড়িয়ে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। সম্মেলেনে ফাঁকেই ব্যক্তিগত আলাপচারিতায় মজেছিলেন বাইডেন, মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। সেখানেই ভারতের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার প্রসঙ্গ উঠে আসে।
আগামী মাসে আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ওয়াশিংটনে তাঁর নৈশভোজের অনুষ্ঠান রয়েছে। যেখানে প্রবাসী ভারতীয়রা অংশ নেবেন। হাজির থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিরা। সেই অনুষ্ঠানের টিকিট দ্রুত ফুরিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মজার ছলে বাইডেন বলেন, “আপনি আমার জন্য় বড় সমস্যা তৈরি করছেন। আগামী মাসে ওয়াশিংটনে আমরা আপনাদের জন্য নৈশভোজের আয়োজন করেছি। গোটা দেশের মানুষ সেখানে আসতে চাইছেন। কিন্তু টিকিটই তো নেই। টিকিট সব শেষ হয়ে গিয়েছে।”
[আরও পড়ুন: চলতি সপ্তাহেই রাজ্যে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আর কী বলছে হাওয়া অফিস]
তাঁর আরও সংযোজন, “আপনি ভাবছেন আমি মজা করছি? আমার দেশের প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। এমন অনেকের থেকে আমি ফোন পেয়েছি যাদের সঙ্গে বহুদিন কোনও যোগাযোগ নেই। তাঁরাও ফোন করে টিকিট চাইছে। অভিনেতা থেকে আত্মীয় সকলেই টিকিটের খোঁজ করছেন। আপনি তো মারাত্মক জনপ্রিয়।” ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করে বাইডেনের আরও সংযোজন, আপনি দেখিয়ে দিয়েছেন গণতন্ত্র কতটা গুরুত্বপূর্ণ। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আপনি প্রভাব ফেলেছেন। একটা পার্থক্য গড়ে দিয়েছেন।”
বাইডেনের সঙ্গে সহমত হন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ৯০ হাজার দর্শকের সামনে তাঁকে নিয়ে মোতেরা স্টেডিয়ামে ঘুরেছিলেন মোদি। সেই অনুভূতি বাইডেনের সঙ্গে ভাগ করে নেন অ্য়ালবানিজ। তারপরই মার্কিন প্রেসিডেন্টে বলেন, “আপনি তো খুব জনপ্রিয়। আমার তো আপনার অটোগ্রাফ নেওয়া উচিত।”