shono
Advertisement

আমেরিকা যেতে চাই ফেসবুকের পাসওয়ার্ড

জানতে চাওয়া হবে জি-মেল আইডির পাসওয়ার্ডও৷ The post আমেরিকা যেতে চাই ফেসবুকের পাসওয়ার্ড appeared first on Sangbad Pratidin.
Posted: 08:55 AM Feb 10, 2017Updated: 03:27 AM Feb 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার ভিসা পেতে গেলে আপনাকে ফেসবুকের পাসওয়ার্ড জানাতে হবে মার্কিন সরকারকে৷ আমেরিকায় থাকার সময় সেই পাসওয়ার্ড বদলাতে পারবেন না৷ আমেরিকা ছাড়লে তবেই বদলাতে পারবেন ফেসবুকের পাসওয়ার্ড৷

Advertisement

(জীবন বাজি রেখে কীভাবে শত্রুশিবিরে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন জওয়ানরা?)

শুধু ফেসবুক নয়, আমেরিকার ভিসা পেতে গেলে ভিসার জন্য আবেদনকারী কোনও ব্যক্তিকে (জাতি, ধর্ম, লিঙ্গ, বয়স নির্বিশেষে) তাঁর সোশ্যাল সাইটের (ফেসবুক, টুইটার ইত্যাদি) সব পাসওয়ার্ড জানাতে হবে মার্কিন সরকারকে৷ আমেরিকার ও আমেরিকাবাসীর নিরাপত্তার জন্য এই নয়া আইন চালু করার প্রস্তাব দিয়েছে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ৷

(নিশানায় ভারত-আমেরিকা ও জাপান, মহড়ায় নামল চিনের ‘রকেট ফোর্স’)

গত মঙ্গলবার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব কেলি জানান, দরকারে জি-মেল বা অন্য মেল আইডির পাসওয়ার্ডও চাওয়া হতে পারে৷ কারণ ভিসার আবেদনকারী যে দেশেরই হন না কেন তাঁর ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করে নিশ্চিন্ত হওয়ার পরই আমরা তাঁকে ভিসা দেব৷ আমরা জানতে চাই, যে ব্যক্তিকে আমরা ভিসা দিচ্ছি তিনি যে দেশেরই হোন না কেন, তিনি আমেরিকার সমাজ ও মানুষের পক্ষে ক্ষতিকারক কি না৷ তাঁর রাজনৈতিক দর্শন বা মতাদর্শ কী৷ তিনি প্রায়ই কোন ধরনের ওয়েবসাইট ভিজিট করেন৷ তিনি কী করতে, কী দেখতে, কী খেতে ভালবাসেন৷ তাঁর আর্থিক লেনদেনের রেকর্ড কী আছে৷ সোশ্যাল সাইটে সেই ব্যক্তির উপর নজরদারি চালিয়ে একটা মোটামুটি ধারণা বা ছবি যেন পাওয়া যায় সেই মানুষটির সম্বন্ধে৷ ফলে তাঁর মূল্যায়ন করা গেলে তাঁকে ভিসা দেওয়া বা না দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া যায়৷

মুসলিম শরণার্থীদের উপর নিষেধাজ্ঞা চাইছে ইউরোপের অধিকাংশ দেশ

খোঁজ মিলছে না তেজ বাহাদুরের, আইনের দ্বারস্থ হচ্ছেন উদ্বিগ্ন স্ত্রী

রেশন দোকানেও এবার বাধ্যতামূলক হচ্ছে আধার কার্ড

বিরাট-বিজয়ের জোড়া শতরানে বিপাকে বাংলাদেশ

হিংসা ছড়ানোর অভিযোগে জেলে যেতে হবে রোনাল্ডোর অন্তরঙ্গ বন্ধুকে

The post আমেরিকা যেতে চাই ফেসবুকের পাসওয়ার্ড appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement