shono
Advertisement

শৌচালয় ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ, মাঝআকাশে বিমানের মেঝেতেই মূত্রত্যাগ মহিলার!

মার্কিন বিমান সংস্থার ঘটনায় চাঞ্চল্য।
Posted: 02:33 PM Jul 23, 2023Updated: 02:33 PM Jul 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুনিয়া জুড়েই আজব কাণ্ডে ঘটনাবহুল হয়ে উঠছে বিমানযাত্রা। গত কয়েক মাসে দেশে এবং বিদেশে মাঝআকাশে বিমানে মূত্রত্যাগের একাধিক ঘটনা সামনে এসেছে। ফের একই ধরনের ঘটনা ঘটল মার্কিন বিমান সংস্থার (American Airlines) একটি উড়ানে। এক মহিলা যাত্রীর বিরুদ্ধে বিমানের মেঝেতে প্রস্রাব করার অভিযোগ উঠল। মহিলার দাবি, বিমানকর্মীরা তাঁকে বিমানের মেঝেতে প্রস্রাব করতে বাধ্য করেছেন। শৌচালয় ব্যবহার করতে বাধা দেওয়া তাঁকে।

Advertisement

মার্কিন বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্সে এই ঘটনা ঘটেছে। তরুণী অভিযোগ করেছেন, তিনি শৌচালয় ব্যবহারের জন্য ঘণ্টা দুয়েক অপেক্ষা করেন। এর পর জৈবিক কারণে নিজেকে সামলাতে পারেননি। বিমানের মেঝেতে প্রস্রাব করে ফেলেন। ঘটনার ভিডিও রেকর্ড করেন এক বিমানকর্মী। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গিয়েছে, বিমানের মেঝেতে বসে প্রস্রাব করছেন মহিলা। ওই অবস্থায় বিমানকর্মীদের সঙ্গে তাঁর বচসাও চলছে। ভিডিও দেখে নেটিজেনদের কেউ কেউ যেমন বিমানসংস্থার বিরুদ্ধে সরব হয়েছেন, তেমন অনেকে মহিলার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

[আরও পড়ুন: সবচেয়ে বেশিদিন মুখ্যমন্ত্রী থাকার রেকর্ডে জ্যোতি বসুকে টপকালেন নবীন পট্টনায়েক]

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর নিউ ইয়র্ক থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লি ফেরার সময় ৭০ বছর বয়সি এক বৃদ্ধার কম্বলে মূত্রত্যাগ করেন এক ব্যক্তি। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। আপাতত জামিনে মুক্ত তিনি। এর পর এই ঘটনার ছায়া দেখা গিয়েছিল আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে। নিউ ইয়র্ক (New York) থেকে নয়াদিল্লিগামী বিমানে মদ্যপ অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠেছিল ওই যাত্রীর বিরুদ্ধে। এবার মহিলা যাত্রী প্রস্রাব করলেন বিমানের মেঝেতে। ঘটনার ভিডিও ভাইরালও হল।

[আরও পড়ুন: যোগীরাজ্যের বিশ্ববিদ্যালয়ে হামলা এবিভিপির, উপাচার্যকে মারধরে ২২ অভিযুক্তের বিরুদ্ধে FIR]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement