সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলের সমকামী সম্পর্কে মেনে নিতে পারেননি বাবা। জড়িয়ে পড়েন বচসায়। আর তারই চূড়ান্ত পরিণতি ঘটল। বন্ধুদের সঙ্গে নিয়ে বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। পোড়া বাক্সবন্দি দেহ উদ্ধার করল পুলিশ।
ঘটনা যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মথুরা জেলার। বছর পঞ্চান্নর মোহনলাল শর্মা পেশায় ছিলেন ট্যাক্সিচালক। তাঁর ২৩ বছরের ছেলে অজিতের সঙ্গে সম্পর্কে জড়ায় বছর কুড়ির কৃষ্ণ ভর্মা। পাঁচ বছর ধরে প্রেমের বন্ধনে আবদ্ধ তারা। এমনকী অজিতকে মনে মনে স্বামী হিসেবেই মেনে নিয়েছিল কৃ্ষ্ণ। ফলে মোহনলালের আপত্তি সত্ত্বেও অজিতকে ছাড়তে রাজি হয়নি সে। আর এতেই অশাস্তি চরমে পৌঁছায়। সম্প্রতি বচসা গড়ায় হাতাহাতিতে। কৃ্ষ্ণকে সপাটে চড় কষান মোহনলাল। যা সহ্য করতে পারেনি অজিত। কৃ্ষ্ণ এবং লোকেশ ও দীপক নামের আরও দুই বন্ধকে সঙ্গে নিয়ে বাবাকে খুনের ছক কষে অজিত।
[আরও পড়ুন: বিজয়ের আগাম শুভেচ্ছা! বিপুল প্রশংসায় ভরিয়ে অর্জুন সিংকে বাংলায় চিঠি মোদির]
এর পর বেলচা দিয়ে মোহনলালকে খুন করে চারজন মিলে তাঁর দেহ প্রথমে খাটের নিচে লুকিয়ে রাখে। পরে তা বাক্সে ভরে নির্জন স্থানে নিয়ে গিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার তদন্তে নেমে গত ৪ মে আর্য গ্রাম থেকে মোহনলালের আধপোড়া দেহ উদ্ধার করে পুলিশ। এর পর গত সোমবার চারজনকেই পাকড়াও করতে সফল হয় পুলিশ। তবে অভিযুক্তদের মধ্যে দুজন পালানোর চেষ্টা করলে পুলিশি এনকাউন্টারে আহত হয়। পুলিশ জানায়, জেরায় অজিত স্বীকার করে যে কৃ্ষ্ণকে থাপ্পড় মারার বিষয়টি সহ্য করতে না পেরেই বাবাকে খুনের পরিকল্পনা করে সে। চার অভিযুক্তকে আদালতে পেশ করা হলে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।