সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৭৩ সালে মুক্তি পেয়েছিল ‘ববি’। ছেলে ঋষি কাপুরকে নায়ক হিসেবে লঞ্চ করতেই ছবিটি তৈরি করেছিলেন রাজ কাপুর। নায়িকা নবাগতা ডিম্পল কাপাডিয়া। ছবিতে পার্টির দৃশ্য চলছিল। অরুণা ইরানির নাচের পর আচমকা তরুণ ঋষি গেয়ে উঠেছিলেন ‘ম্যায় শায়ের তো নেহি…’। সেই স্মৃতি ফিরল উজবেকিস্তানের এক ছোট্ট ছেলের ভিডিওতে। যাকে ইতিমধ্যেই ‘খুদে ঋষি কাপুর’ আখ্যা দিয়েছেন নেটিজেনরা।
উজবেকিস্তানের সেভিমলি টিভি-র ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও শেয়ার করা হয়। সম্ভবত কোনও রিয়ালিটি শোয়ের জন্য ভিডিওটি তৈরি করা হয়েছিল। যাতে সাতের দশকের বলিউড ছবির আদলেই পার্টির দৃশ্য সাজানো হয়। ছোট্ট এক মেয়ে অরুণা ইরানির মতো প্রথমে নেচে ওঠে। তারপর ‘ম্যায় শায়ের তো নেহি…’ গান গেয়ে ওঠে ছোট্ট ঋষি কাপুর।
[আরও পড়ুন: মেয়ে ভামিকাই সব, অভিনয় নিয়ে ‘বড় সিদ্ধান্ত’ অনুষ্কা শর্মার, মন ভাঙবে ভক্তদের !]
‘ববি’ সিনেমায় লক্ষ্মীকান্ত-প্যায়ারেলালের সুরে ‘ম্যায় শায়ের তো নেহি…’ গানটি গেয়েছিলেন শৈলেন্দ্র। সেই গানেই লিপ দিয়েছে উজবেকিস্তানের খুদে শিল্পী। তার সাজপোশাকও একেবারে ঋষি কাপুরের চরিত্রের মতো। কানের পাশে বড় জুলপি, ঢেউ খেলানো চুল ঘাড় পর্যন্ত নেমে গিয়েছে।
ক্যামেরার সামনে খুদের অভিব্যক্তি দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকেই কমেন্ট বক্সে প্রয়াত ঋষি কাপুরকে (Rishi Kapoor) স্মরণ করেছেন। একজন আবার উজবেকিস্তানের খুদে শিল্পীকে ‘মিনি ঋষি কাপুর’ বলেও সম্বোধন করেছেন।