shono
Advertisement

Breaking News

দেশসেবা করতে চান? উচ্চমাধ্যমিক পাশেই মিলতে পারে সেনাবাহিনীতে চাকরির সুযোগ

জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
Posted: 03:21 PM Nov 18, 2020Updated: 03:25 PM Nov 18, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী শুধুমাত্র অর্থ উপার্জনের কথা ভেবে চাকরি করতে চান না? দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) কর্মী নিয়োগ করা হবে। শুধুমাত্র বাংলার আগ্রহী প্রার্থীরাই আবেদন করতে পারেন। আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। তবে তার আগে জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

Advertisement

সোলজার জেনারেল ডিউটি
শিক্ষাগত যোগ্যতা:
মোট নম্বরের হিসাবে ন্যূনতম ৪৫ শতাংশ এবং প্রতিটি বিষয়ে ৩৩ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।

সোলজার টেকনিকাল
শিক্ষাগত যোগ্যতা:
ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক এবং ইংরাজি-সহ মোট নম্বরের হিসাবে ৫০ শতাংশ এবং প্রতিটি বিষয়ে ৪০ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।

সোলজার টেকনিকাল (অ্যাভিয়েশন/অ্যামিউনিশন এক্সামিনার)
শিক্ষাগত যোগ্যতা:
ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক এবং ইংরাজি-সহ মোট নম্বরের হিসাবে ৫০ শতাংশ এবং প্রতিটি বিষয়ে ৪০ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।

সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা:
ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক এবং ইংরাজি-সহ মোট নম্বরের হিসাবে ৫০ শতাংশ এবং প্রতিটি বিষয়ে ৪০ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।

অথবা

ফিজিক্স, কেমিস্ট্রি, বটানি, জুলজি এবং ইংরাজি-সহ মোট নম্বরের হিসাবে ৫০ শতাংশ এবং প্রতিটি বিষয়ে ৪০ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।

[আরও পড়ুন: স্নাতক হয়ে চাকরি খুঁজছেন? সামনেই স্টেট ব্যাংকে ভাল পদে নিয়োগের সুবর্ণ সুযোগ]

সোলজার ক্লার্ক/স্টোর কিপার টেকনিকাল
শিক্ষাগত যোগ্যতা:

মোট নম্বরের হিসাবে ৬০ শতাংশ এবং প্রতিটি বিষয়ে ৫০ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে। এই শূন্যপদে আবেদনকারীদের ইংরাজি, অঙ্ক/অ্যাকাউন্টসে ৫০ শতাংশ নম্বর পেতেই হবে।

সোলজার ট্রেডসম্যান (অল আর্মস)
শিক্ষাগত যোগ্যতা:
প্রতিটি বিষয়ে ৩৩ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।

সোলজার ট্রেডম্যান (অল আর্মস) (মেস কিপার অ্যান্ড হাউস কিপার)
শিক্ষাগত যোগ্যতা:
প্রতিটি বিষয়ে ৩৩ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।

আবেদনকারীর বয়সসীমা:
১ অক্টোবর, ২০২০ তারিখ অনুযায়ী ন্যূনতম সাড়ে সতেরো থেকে সর্বোচ্চ ২৩ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনকারীর শারীরিক মাপজোক:
পুরুষ প্রার্থী: উচ্চতা: ১৬৯ সেন্টিমিটার (সোলজার ক্লার্ক/স্টোর কিপার টেকনিকাল পদে আবেদনের জন্য ১৬২ সেন্টিমিটার)। ছাতি(না ফুলিয়ে): ৭৭ সেন্টিমিটার (৭৬ সেন্টিমিটার সোলজার ট্রেডসম্যান পদের জন্য)। ছাতি(ফুলিয়ে): ৮২ সেন্টিমিটার (৮১ সেন্টিমিটার সোলজার ট্রেডসম্যান পদের জন্য)।

বিঃদ্রঃ- শুধুমাত্র জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদহ, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহারের বসবাসকারীরাই আবেদন করতে পারেন।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
শারীরিক ফিটনেসের পরীক্ষানিরীক্ষা, শারীরিক মাপজোক, শারীরিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদনের পদ্ধতি:
www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

এছাড়াও আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: করোনা কালে রাজ্যে একাধিক শূন্যপদে স্বাস্থ্যকর্মী নিয়োগ, সুযোগ হাতছাড়া করবেন না]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement