সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, উপকূলরক্ষী বাহিনীতে (Indian Coast Guard) রয়েছে বিপুল কর্মী নিয়োগের সুযোগ। আগ্রহী প্রার্থীরা আগামী ২ জুলাই থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষদিন আগামী ১৬ জুলাই।
নাবিক (জেনারেল ডিউটি)
অঙ্ক, ফিজিক্স-সহ উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ)
ন্যূনতম মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
যান্ত্রিক
ন্যূনতম মাধ্যমিক পাশ এবং ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রনিক্স/টেলি কমিউনিকেশন (রেডিও/পাওয়ার)ইঞ্জিনিারিংয়ের কোর্স করা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন। এই বিষয়গুলিতে ডিপ্লোমা করা থাকলেও আবেদন করা যেতে পারে।
[আরও পড়ুন: স্নাতক হলে IBPS-এর মাধ্যমে মিলতে পারে ব্যাংকে চাকরি, আজই আবেদন করুন]
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে ২২ বছর বয়সিরা উপরোক্ত শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের পদ্ধতি:
https://joinindiancoastguard.cdac.in/ এই ওয়েবসাইটের মাধ্যমে উপরোক্ত শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের দিনক্ষণ:
আগামী ২ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে আবেদন করতে ভুলবেন না।
এছাড়া আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য আগ্রহী প্রার্থীকে https://joinindiancoastguard.cdac.in/ এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।