shono
Advertisement

সংসারে শ্রীবৃদ্ধি চান? বাস্তুশাস্ত্র মেনে সাজিয়ে তুলুন রান্নাঘর

মেনে চলুন টিপস৷ The post সংসারে শ্রীবৃদ্ধি চান? বাস্তুশাস্ত্র মেনে সাজিয়ে তুলুন রান্নাঘর appeared first on Sangbad Pratidin.
Posted: 08:49 PM Aug 11, 2019Updated: 08:50 PM Aug 11, 2019

সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা বলুন তো? হ্যাঁ ঠিকই ধরেছেন রান্নাঘর ছাড়া এই প্রশ্নের কোনও বিকল্প উত্তর বোধহয় নেই৷ কারণ, ওই জায়গা থেকেই বাসিন্দারা পান শক্তির উৎস৷ তাই পরিবারের সকলের সুস্থতার জন্য রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বাঞ্ছনীয়৷ তবে এত কিছুর পরেও কি বারবারই অসুস্থ হয়ে পড়ছেন সকলে? কিছুতেই পরিবারে শ্রীবৃদ্ধি হচ্ছে না? তাই শুধু পরিষ্কার পরিচ্ছন্ন হলেই চলবে না পরিবর্তে পরিবারের সুখসমৃদ্ধি এবং শ্রীবৃদ্ধির জন্য বাস্তু মেনেই সাজান রান্নাঘর৷

Advertisement

[আরও পড়ুন: দামি আসবাবের প্রয়োজন নেই, কম খরচেই সাজিয়ে তুলুন আপনার ডাইনিং রুম]

খাবার ঘরের পাশেই রান্নাঘর তৈরি করলে চলবে না৷ জানেন কি রান্নাঘরের অবস্থানের উপর নির্ভর করে পরিবারের শ্রীবৃদ্ধি? তাই বাস্তুশাস্ত্র মেনে বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে তৈরি করুন রান্নাঘর৷

মনে রাখবেন রান্নাঘরের রঙের উপরেও কিন্তু নির্ভর করছে আপনার সুখ শান্তি৷ তাই জীবনে শান্তি চাইলে রান্নাঘরের রং করুন বাস্তুশাস্ত্র মেনে৷ হলুদ, গোলাপি, লাল, কমলা কিংবা খয়েরি রঙে রাঙিয়ে তুলুন আপনার রান্নাঘর৷

আধুনিক রান্নাঘর মানে তাতে গ্যাস, মাইক্রোওয়েভ এবং ফ্রিজ নিশ্চয়ই থাকবে৷ তা বলে যেখানে সেখানে এগুলি রাখলেই চলবে না৷ রান্নাঘরে প্রয়োজনীয় সামগ্রী বাস্তুশাস্ত্র মেনে সাজানোই ভাল৷ রান্নাঘরের দক্ষিণ-পূর্বই শুভ৷ তাই সেদিকেই রাখুন গ্যাস এবং সিলিন্ডার৷ বাকি সামগ্রীও সেদিকে রাখার চেষ্টা করুন৷


[আরও পড়ুন: বাড়িতে মশা-মাছির হানা? ঘরোয়া পদ্ধতিতে হোক মুশকিল আসান]

রান্নাঘরের বেসিন কোথায় লাগালেন, তার উপরেও কিন্তু আপনার ভাগ্য নির্ধারণের সম্ভাবনা রয়েছে৷ শ্রীবৃদ্ধি করতে চাইলে তাই ওভেন থেকে যতটা সম্ভব দূরেই রাখুন বেসিন৷ উত্তর-পূর্ব দিকে রাখাই বাঞ্ছনীয়৷


রান্নাঘরে মজুত খাবারদাবার, বাসন উত্তর এবং পূর্ব দিকে ভুলেও রাখবেন না৷ পরিবর্তে এগুলি রাখার আদর্শ জায়গা পশ্চিম এবং দক্ষিণ দিক৷

বাস্তুশাস্ত্র অনুযায়ী রান্নাঘরের পূর্ব দিকেই থাক জানলা৷ ঘুলঘুলি থাক দক্ষিণ দিকে৷ এই নিয়ম মেনে চললে আপনার গৃহশান্তি নষ্ট হওয়া অসম্ভব৷

পরিবারের সকলের মুখে হাসি দেখতে চান? তাঁদের সুস্বাস্থ্য বজায় থাকুক চান? তাহলে বাস্তুশাস্ত্র অনুযায়ী খাবার ঘরের মাঝেই রাখুন ডাইনিং টেবিল৷ তাতে বসেই খাওয়াদাওয়ার পাশাপাশি জমিয়ে দিন আড্ডা৷

 

The post সংসারে শ্রীবৃদ্ধি চান? বাস্তুশাস্ত্র মেনে সাজিয়ে তুলুন রান্নাঘর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement