সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাইবার অপরাধ (Cyber crime) ক্রমেই ডালপালা ছড়াচ্ছে। এবার প্রতারণার শিকার জনপ্রিয় অভিনেতা রাকেশ বেদী। ৬৯ বছরের অভিনেতাকে সেনা অফিসার সেজে প্রতারণায় অভিযুক্ত এক ব্যক্তি। সবশুদ্ধ ৮৫ হাজার টাকা খুইয়েছেন ‘তারক মেহতা কা উলটা চশমা’র অভিনেতা। জানা গিয়েছে, তাঁর আরও টাকা আত্মসাৎ করতে পারত প্রতারকরা। কিন্তু শেষ মুহূর্তে রাকেশ সতর্ক হওয়ায় আরও বেশি টাকা খোয়ানো থেকে বেঁচে যান।
ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, রাকেশ (Rakesh Bedi) তাঁর পুণের ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন একটি পোর্টালে। সেখান থেকেই তাঁর ফোন নম্বর পায় প্রতারক। গত ২৫ ডিসেম্বর একটি ফোন পান বর্ষীয়ান অভিনেতা। ওপারের কণ্ঠ তাঁকে জানায়, সে একজন সেনা অফিসার। নিজের বক্তব্যের সপক্ষে নকল আইডি কার্ড ও উর্দি পরা ছবি সবই দেখায় সে। এর পর সে রাকেশকে ৫০ হাজার টাকা অগ্রিম দেওয়ার কথা বলে।
[আরও পড়ুন: বাস্তববোধ ছিল না, চিনের প্রতি রোম্যান্টিকতায় ভুগতেন নেহেরু! খোঁচা জয়শংকরের]
কিন্তু রাকেশ জানান, তিনি কোনও টাকা পাননি। এর পরই প্রতারক তাঁকে বোঝায়, যেহেতু এটি ভারতীয় সেনার অ্যাকাউন্ট, দুই অ্যাকাউন্টে এক ব্য়ালান্স থাকা দরকার। সেই কারণে রাকেশ যেন আগে ৫০ হাজার টাকা পাঠান। অভিনেতা তাই করেন। এর পর তাঁকে ভুল বুঝিয়ে আরও দুবার ২৫ হাজার ও ১০ হাজার টাকাও পাঠাতে বলে প্রতারক। তিনি সেই টাকাও পাঠিয়ে দেন। অর্থাৎ সব মিলিয়ে ৮৫ হাজার টাকা।
এর পরই টনক নড়ে রাকেশের। তিনি দেখেন, উলটো দিক থেকে কোনও টাকাই পাঠানো হয়নি তাঁকে। সন্দেহ হওয়ায় তিনি চাপ দিতে থাকেন টাকা পাঠানোর। কিন্তু কোনও টাকা পাঠানো দূরে থাক, সব রকম যোগাযোগ ছিন্ন করে দেয় প্রতারক। অবশেষে ৩০ ডিসেম্বর থানায় অভিযোগ দায়ের করেছেন জনপ্রিয় অভিনেতা। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।