সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে মানে শুধুমাত্র দু’টি মানুষের মনের মিলই নয়। দু’টি পরিবারেরও মেলবন্ধন। আর সেই শুভ অনুষ্ঠানে কতই না রীতিনীতি। শুভদৃষ্টি, মালাবদল, সিঁদুর দান, ভাতকাপড় দেওয়া! অনেকেই দাবি করেন, বেশিরভাগ নিয়মের মাধ্যমেই নাকি প্রকাশ পায় লিঙ্গবৈষম্য। রীতির নেপথ্যে নাকি বহুক্ষেত্রেই মহিলাদের দমিয়ে রাখার বার্তা লুকিয়ে রয়েছে। এবার সেই নিয়ম ভাঙার ডাক দিল এক পরিবার। সমাজের উলটো স্রোতে হাঁটা পরিবারই এখন সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল।
ভাইরাল (Viral) হওয়া ভাতকাপড়ের অনুষ্ঠানের ভিডিওতেই মজে রয়েছেন নেটিজেনরা। ভিডিওতে দেখা গিয়েছে, বেশ খানিকটা লাজুক মুখে দাঁড়িয়ে রয়েছেন নববধূ। উলটো দিকে দাঁড়িয়ে রয়েছেন তাঁর স্বামী। নবদম্পতিকে ঘিরে রয়েছেন আত্মীয়-পরিজন। নবদম্পতির হাতে খাবারদাবার, উপহার ভরা থালা। নববধূর শাশুড়ির হাতেও রয়েছে নানা সামগ্রী সাজানো থালা। এ পর্যন্ত সব একইরকম। যাঁরা ভিডিও দেখছিলেন তাঁরা ভেবেছিলেন, এবার স্ত্রীর হাতে থালা তুলে দিয়ে হয়তো আর পাঁচজনের মতো ভাতকাপড়ের দায়িত্ব নেওয়ার শপথ করবেন ওই যুবক।
[আরও পড়ুন: নৃশংস! প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এক কোপে কিশোরীর মাথা কেটে খুন করল যুবক]
তবে তা হল না। কারণ, সমাজের চেনা স্রোতে যে সকলে হাঁটেন না। সেই চেনা নিয়ম বদলের বার্তাই দিলেন নববধূর শাশুড়ি। তাঁর দাবি, দাম্পত্য মানে একসঙ্গে দু’জনের পথচলা। তাই একে অপরের পাশে থাকাই প্রয়োজন। সে কথা মাথায় রেখেই নববধূর বদলে যুবকই রান্না করেন। নিজের হাতে রান্না করা খাবারে থালা সাজিয়ে স্ত্রীর হাতে তুলে দেন যুবক। পালটা স্বামীর হাতে উপহার তুলে দেন নববধূ। শাশুড়িকে এভাবে নিয়মের উলটো স্রোতে হাঁটুক সকলে, চান নবদম্পতির (Newlywed Couple) পরিজন।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ামাত্রই ভাইরাল হয়ে গিয়েছে। ঝড়ের গতিতে চলছে শেয়ার। সমাজের উলটো স্রোতে হাঁটায় নেটিজেনরা বাহবাই দিচ্ছেন ওই পরিবারকে। এভাবেই নিয়মের বদল হোক, চাইছেন নেটিজেনরাও।