সোমনাথ রায়, নয়াদিল্লি: কংগ্রেসে যোগ দিলেন ভিনেশ ফোগাট(Vinesh Phogat)। শুক্রবার বিকেল তিনটে নাগাদ সরকারিভাবে হাত শিবিরে যোগ দিলেন তারকা কুস্তিগির। তার আগেই রেলের চাকরি থেকে ইস্তফা দিয়েছেন ভিনেশ। উল্লেখ্য, হরিয়ানায় আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হতে পারেন ভিনেশ এমন জল্পনা ছিলই। সেই জল্পনা উসকে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারকা কুস্তিগির। তার পরেই আজ কংগ্রেসে যোগ দিলেছেন তিনি।
শুক্রবার বেলা ১টা নাগাদ রেলের চাকরি থেকে ইস্তফা দেন ভিনেশ। নিজের এক্স হ্যান্ডেলে পদত্যাগপত্রের ছবি পোস্ট করেন তিনি। সঙ্গে লেখেন, "রেলকে সেবা করাটা আমার জীবনের অন্যতম গর্বের ঘটনা। কিন্তু জীবনের এই পর্যায়ে এসে আমি রেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। দেশকে সেবা করার যে সুযোগ রেল আমাকে দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।"
[আরও পড়ুন: জোটেনি অ্যাম্বুল্যান্স, মৃত সন্তানদের কাঁধে নিয়ে ১৫ কিলোমিটার পথ হাঁটলেন দম্পতি]
এক্স হ্যান্ডেলে পদত্যাগপত্রের ছবি পোস্ট করার পরেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে পৌঁছন ভিনেশ। তাঁর সঙ্গে ছিলেন অলিম্পিক পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়াও। দুই কুস্তিগিরের সঙ্গে দেখা করেন খাড়গে। সেই বৈঠকে হাজির ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালও। জানা গিয়েছে, বৈঠকের পরেই সরকারিভাবে কংগ্রেসে যোগ দেন দুই কুস্তিগির।
উল্লেখ্য, মহিলা কুস্তিগিরদের হেনস্তার প্রতিবাদে কুস্তি ফেডারেশনের তৎকালীন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করেছিলেন ভিনেশ-বজরংরা। দিল্লির যন্তরমন্তরে ধরনা থেকে শুরু করে নতুন সংসদ ভবন অভিযান-সমস্ত ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা নিতে দেখা গিয়েছিল তাঁদের। তৎকালীন বিজেপি সাংসদ ব্রিজভূষণকে আড়াল করতে চাইছে কেন্দ্রের মোদি সরকার, এমন অভিযোগও বারবার তুলেছেন ভিনেশরা। সূত্রের খবর, এবার হরিয়ানার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁরা।