সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশে প্রতিদিন একাধিক ছোট বড় দুর্ঘটনা ঘটে। কোনও কোনও দুর্ঘটনায় মৃত্যু হয় এক বা একাধিক ব্যক্তির। যদিও কেরলের (Kerala) সাম্প্রতিক দুর্ঘটনায় মৃত্যু হয়নি কারও। অথচ সেই দুর্ঘটনায় সিসিটিভি ফুটেজ (CCTV Footage) দেখে চমকে উঠছেন নেটিজেনরা। নেপথ্যে ভয়াবহ দৃশ্য, চূড়ান্ত বাঁচার লড়াই এক মহিলার।
বুধবার সন্ধ্যা ৬টা ১৫ নাগাদ কেরলের কোঝিকোড় জেলায় ব্যস্ত রাস্তায় ঘটে দুর্ঘটনা। গাড়িতে এক মহিলা, এক শিশু-সহ চারজন ছিলেন বলে জানা গিয়েছে। অতিরিক্ত গতিতে থাকা গাড়িটি রাস্তার পাশের কংক্রিটের দেওয়ালে ধাক্কা মারে। এরপরেই সেটি উলটে গিয়ে বন বন করে ঘুরতে থাকে। এইসঙ্গে দেখা যায় ভয়ংকর দৃশ্য। গাড়িটিকে প্রাণপনে আঁকড়ে ধরে ছিলেন এক মহিলা, ফলে মহিলাও গাড়ির সঙ্গে কয়েক পাক ঘুরতে থাকেন। এই দৃশ্যই ভাইরাল হয়েছে প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজ সূত্রে। যা দেখে শিউরে উঠছেন সকলেই।
[আরও পড়ুন: সোনার গুঁড়ো কুড়তে যাওয়াই কাল! বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে মৃত্যু কিশোরের]
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে একটি শিশু ছিল। সে আহত হয়েছে কিনা জানা যায়নি। এক ব্যক্তি হাতে চোট পেয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি বলেই খবর। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুর্ঘটনার পরেই বাইক থামিয়ে কয়েকজন যুবক আহতদের উদ্ধারের জন্য ছুটে যাচ্ছেন।
[আরও পড়ুন: ভাঁড়ারে টান! প্লেনারি সেশনে সদস্যদের বার্ষিক চাঁদার পরিমাণ বাড়াতে চলেছে কংগ্রেস]
প্রসঙ্গত, কোঝিকোড়-কোয়িল্যান্ডি জাতীয় সড়ক ঘন ঘন দুর্ঘটনার জন্য কুখ্যাত। গত ডিসেম্বরে বাইক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়। পরে পুলিশ জানায়, বাইক আরোহীদের মাথায় হেলমেট ছিল না। একটি গাড়িতে মুখোমুখি ধাক্কার পর ছিটকে পড়েন যুবক। এর ফলেই তাদের মৃত্যু হয়।