shono
Advertisement

প্রযুক্তির যুগে আধ্যাত্মিকতাও ডিজিটাল! সোশাল মিডিয়ায় ভাইরাল ‘স্মার্ট জপমালা’

কতবার জপ হল, দেখা যাচ্ছে যন্ত্রের ডিসেপ্লেতে।
Posted: 09:10 PM Dec 11, 2023Updated: 09:10 PM Dec 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ডিজিটাল আধ্যত্মিকতা’ বললে খানিক বাড়বাড়ি হয়। তবে সেই দিকেই ধাবিত এই ঘটনা। ‘স্মার্ট’ ফোন, ঘড়ির মতো এবার ‘স্মার্ট জপমালার সাক্ষী হল নেটপাড়া। ভাইরাল ভিডিও দেখে মাথায় হাত পড়েছে নেটিজেনদের। সকলেই বলছেন, এমনটাও হতে পারে?

Advertisement

কদিন আগেই ৩০ সেকেন্ডের ভাইরাল ভিডিওটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন হর্ষ গোয়েঙ্কা। সেখানে দেখা গিয়েছে, এক ব্যক্তি পাহাড়ে কোলে দাঁড়িয়ে জপ করছেন। যদিও তাঁর হাতে ছিল না প্রথাগত জপমালা। তবে যা ছিল, সেই ছোট চেহারার যন্ত্রটিতে রয়েছে জপমালার পুঁতির মতো দেখতে ছোট ছোট বল। সেগুলি ঘুরিয়ে ঘুরিয়ে জপ করতে থাকেন ওই ব্যক্তি। সঙ্গে রয়েছে একটি ডিসপ্লে বোর্ডও। সেখানে কতবার জপ করা হচ্ছে তা দেখা যাচ্ছে। অতএব মুখে ও মনে মনে গোনার কোনও প্রয়োজন নেই। এখানেই উঠছে প্রশ্ন?

 

[আরও পড়ুন: মধ্যপ্রদেশে ‘মোহন বাঁশি’! কেন বিজেপির এই তাস?]

সাধারণত আধ্যাত্মিকতায় বিশ্বাসী মানুষ রুদ্রাক্ষ কিংবা পুঁতির মালা হাতে করে জপ করেন। এর ফলে ঈশ্বর সাধনার পাশাপাশি মনোসংযোগের চর্চাও হয়ে থাকে। নিবিষ্ট চিত্তে ১০৮টি পুঁতি গুনতে গুনতেই একাগ্রতা বাড়ে ভক্তের। নতুন ডিজিট্যাল জপযন্ত্র সেই ব্যাপারটাই নেই, ফলে মনোসংযোগের অভ্যাসের সুবিধাও নেই।
 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার