shono
Advertisement

হার মানাল দক্ষ আধিকারিককেও! রেলের অফিসে বসে ফাইল ঘাঁটছে বাঁদর! 

ভাইরাল পবনপুত্রের চমকে দেওয়া ভিডিও।
Posted: 02:44 PM Oct 17, 2023Updated: 02:45 PM Oct 17, 2023

সুব্রত বিশ্বাস: বোলপুর স্টেশনের পর ফের বাঁদরামি! আবারও রেলের (Indian Railways) দপ্তরে ঢুকে দক্ষ আধিকারিকের কায়দায় ফাইল ঘাঁটতে দেখা গেল এক পবনপুত্রকে। রেলকর্মীদের মোবাইলে সেই ভিডিও ভাইরাল হয়েছে। ক্যাপশনে কেউ লিখছেন, ‘রেলকর্মীদের বোনাসের ফাইল লোপাট। তদন্তে স্পেশাল অ্যাকাউন্টেন্ট।’ রেল দপ্তরে মূর্তিমান বাঁদরের (Monkey) ছবি ভাইরাল হলেও দপ্তরটি কোথাকার তা জানা য়ায়নি।

Advertisement

সম্প্রতি বোলপুর স্টেশনে (Bolpur Station) হুলস্থুল কাণ্ড ঘটেছিল হনুমান নিয়ে। সেখানকার অনুসন্ধান অফিসে ঢুকে পড়েছিল হনুমানটি। দেখা যায়, আপন খেয়ালে দপ্তরের কম্পিউটারের কি-বোর্ড চালিয়ে যাচ্ছে সে। যেন কর্তব্যপরায়ণ ব্যস্ত রেলকর্মী। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। এবারে বাঁদরের কাণ্ড। ভিডিওতে দেখা গিয়েছে. একটি একটি করে ফাইলের পাতা পর্যবেক্ষণ করছে লম্বা লেজওয়ালা প্রাণীটি। উপস্থিত রেলকর্মীরা কলা দিয়ে তোষামোদ করার চেষ্টা করলেও গ্রহণ করেনি তা, সৎ আধিকারিকের কায়দায়।

[আরও পড়ুন: সমলিঙ্গ বিবাহে সম্মতি নয় এখনই, সরকারের উপর সিদ্ধান্ত ছাড়ল সুপ্রিম কোর্ট]

মিনিট খানেকের এই ভিডিও হয়েছে। রসিকতা করে অনেকের প্রশ্ন, কেন্দ্রীয় সরকারের নীতি নির্ধারণে এবার রামভক্ত হনুমানই চালাবে রেল? উত্তর মিলছে- মানুষ পরিচালিত ট্রেনে যা বিপত্তি ঘটছে, সেই কারণেই এবার পবনপুত্রই দায়িত্বে। আসল কথা মজার ভিডিওর ভরপুর আনন্দ নিচ্ছে আমজনতা।

[আরও পড়ুন: উত্তরপ্রদেশের সাবান তৈরির কারখানার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৪]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার