shono
Advertisement

কী সাহস! জ্বলন্ত আগ্নেয়গিরিতে বসেই পিৎজার স্বাদ, তরুণীর আজব কাণ্ডে হতবাক নেটপাড়া

ঘুরতে গিয়ে এ কী কাণ্ড! দেখুন সেই ভিডিও।
Posted: 11:17 AM Jul 15, 2023Updated: 10:14 PM Jul 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেড়াতে যেতে কে না ভালবাসেন! আবার বেড়াতে গিয়ে খেতেও মন চায় বারবার! সেই খাদ্য তালিকায় থাকে রকমারি পদও। কিন্তু ভ্রমণে গিয়ে আজব ইচ্ছার কথা শুনেছেন? খেতে গিয়ে এমনই এক ভয়ানক কাণ্ড ঘটালেন এক যুবতী। জীবন্ত আগ্নেয়গিরিতে (Active Volcano) বসেই খেলেন পিৎজা। শুধু তাই-ই নয়, আগ্নেয়গিরির প্রবল তাপেই বানিয়ে ফেললেন সেই খাবার! আর মুহুর্তেই ভাইরাল হল সেই ভিডিও। নেটজগতে শোরগোল ফেলল এমন কীর্তি!

Advertisement

ঠিক কী হয়েছে আসলে? এক যুবতী গিয়েছিলেন গুয়াতেমালা (Guatemala) ঘুরতে। আর সেখানে গিয়েই তিনি অর্ডার করেন জনপ্রিয় ইতালীয় পিৎজার পদ। যা রান্না হয় আগ্নেয়গিরির মধ্যেই।আলেকজেন্ডার ব্লডগেট নামের এক ইন্সটাগ্রাম প্রোফাইলে শেয়ার হয় ওই ভিডিও। যেখানে দেখা যায়, পাহাড়ে বসে আছেন যুবতী। সেখানেই সাজিয়ে গুজিয়ে পিৎজা (Pizza) দেওয়া হচ্ছে তাঁকে। আর সেই খাবারই রান্না করা হচ্ছে আগ্নেয়গিরিতে বসে!

 

এমন অদ্ভুত ভিডিও দেখে মজাও করছেন অনেকেই। নেটাগরিকদের মধ্যে ঢল নেমেছে মন্তব্যের। কেউ কেউ লিখছেন, ‘হায় রে! এ আবার কেমন খাওয়া!’ কেউ কেউ বলছেন, ‘ওরে বাব্বা কী সাহস!’

[আরও পড়ুন: ফুটফুটে সুন্দর! ভয়ংকর বিপদ থেকে উদ্ধার কুকুর ছানা, জীবন বাঁচিয়ে ভাইরাল যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার