সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত বনাম ইংল্যান্ড (India vs England) সিরিজের এজবাস্টন টেস্ট ম্যাচ ঘিরে উত্তেজনায় ফুটছে দুই দলই। ম্যাচের মাঝে মাঝে বৃষ্টি হলেও সমানে সমানে টক্কর চলছে দুই দলের মধ্যে। ব্যাটে বলে লড়াইয়ের পাশাপাশি বাক্যবিনিময়ও চলছে পুরোদমে। ইংল্যান্ডের ব্যাটার জনি বেয়ারস্টোর (Jonny Bairstow) সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিরাট কোহলি (Virat Kohli)। তবে সেরকম গুরুতর ঝামেলা শুরু হওয়ার আগেই আম্পায়ার থামিয়ে দেন দু’জনকে। এহেন ঘটনার প্রভাব পড়ে খেলাতেও। সেঞ্চুরি হাঁকান বেয়ারস্টো। তবে স্লিপে কোহলির হাতেই ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ইংরেজ ব্যাটার।
টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে তিন উইকেট পড়ে যাওয়ার পরে ব্যাট করতে নামেন বেয়ারস্টো। তখন মাঠে আগুন ঝরাচ্ছেন অধিনায়ক জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি। সেই সময়েই বিরাটের কথা শোনা যায় স্টাম্প মাইকে। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, “সাউদির থেকেও একটু বেশি জোরে বল এসেছে, তাই না?” প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নামার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছিল ইংল্যান্ড। সেখানে সাউদির বলে বোকা বনে বোল্ড হয়ে গিয়েছিলেন বেয়ারস্টো। সেই কথাই মনে করিয়ে দিয়েছেন বিরাট।
[আরও পড়ুন: অবশেষে করোনামুক্ত রোহিত শর্মা, টি-টোয়েন্টি সিরিজের আগে স্বস্তিতে ভারতীয় শিবির]
তবে এখানেই শেষ নয়। ম্যাচের তৃতীয় দিনেও এই দ্বন্দ্বের রেশ কাটেনি। দেখা যায়, বেয়ারস্টোকে ক্রিজে দাঁড়িয়ে ব্যাট করতে বলছেন কোহলি। পালটা জবাব দেন বেয়ারস্টোও। তবে আম্পায়ার থামিয়ে দেন দু’ জনকে। এরপরে দেখা যায়, মুখে আঙুল দিয়ে বেয়ারস্টোকে ইশারা করছেন কোহলি। অর্থাৎ, চুপচাপ ব্যাট করো। এই ঘটনার পরেই আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন বেয়ারস্টো। ১৪০ বলে ১০৬ রান করেন তিনি। অসাধারণ শটের ফুলঝুরিতে ভরতি ছিল তাঁর ইনিংস। তবে শেষ পর্যন্ত তাঁকে তালুবন্দি করলেন সেই কোহলিই। মহম্মদ শামির বলে ফিরে গেলেন বেয়ারস্টো। কিন্তু ততক্ষণে নিজেদের সামলে নিয়েছে ইংল্যান্ড।
গোটা ঘটনা দেখে টুইট করেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেওয়াগ। তিনি লিখেছেন, কোহলি স্লেজিং (Virat Kohli Sledging) করার আগে বেয়ারস্টোর স্ট্রাইক রেট ছিল ২১। কিন্তু বিরাটের কথা শোনার পরে সেটা বেড়ে গিয়ে হল ১৫০। পূজারার মতো খেলছিল বেয়ারস্টো। শুধু শুধু কটাক্ষ করে তাকে পন্থ বানিয়ে দিল বিরাট।”
প্রথম ইনিংসে ভারতের টপ অর্ডার ভেঙে পড়লেও ৪১৬ রান তোলে ভারত। জবাবে একই সমস্যায় পড়েছিল ইংল্যান্ডও। তবে প্রাথমিক ধাক্কা কাটিয়ে আপাতত নিজেদের গুছিয়ে ফেলেছে বেন স্টোকসের দল। তবে এখনও অনেকটাই এগিয়ে রয়েছে ভারত। ২৮৪ রানেই ইংল্যান্ডকে গুটিয়ে দিয়েছেন বুমরাহ-শামিরা। পাঁচ ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ২-১ ফলে এগিয়ে রয়েছে ভারত। এই ম্যাচ জিতলেই ইতিহাস গড়বে ভারত। শেষবার ২০০৭ সালে ইংল্যান্ডের মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছিল ভারত। আবার সেই কৃতিত্ব ছুঁয়ে দেখতে মরিয়া বুমরাহ ব্রিগেড।