সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “যে সমাজের মানসিকতা এত নিম্নমানের, তার অংশ হতে আমার লজ্জা করে৷” বেঙ্গালুরুর গণ শ্লীলতাহানির ঘটনাকে এভাবেই ধিক্কার জানালেন বিরাট কোহলি৷ দেশবাসীর কাছে তাঁর একটাই প্রশ্ন, “নিজের পরিবারের কারও সঙ্গে একই ঘটনা ঘটলে, তখনও কি চুপ করে দাঁড়িয়ে দেখতেন?”
বর্ষবরণের রাতে কিছু হীনমন্য পুরুষের নক্কারজনক তাণ্ডব দেখেছিল বেঙ্গালুরু৷ প্রকাশ্য রাস্তায় গণ শ্লীলতাহানির ঘটনা মাথা হেঁট করে দিয়েছিল শিক্ষিত কর্নাটকের৷ সেই ঘটনার রেশ টানে মধ্যরাতে শ্লীলতাহানির আরও এক ঘটনা৷ এক মহিলাকে দুই পুরুষের হেনস্তার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে যায়৷ তারপরই উত্তাল হয়ে ওঠে গোটা দেশ৷ বলিউড থেকে ক্রীড়াদুনিয়া, প্রতিবাদে সরব হয়েছে শিক্ষিত সমাজের প্রতিটি ব্যক্তি৷ শুক্রবার টুইটারে অভিযুক্তদের প্রতি ক্ষোভ উগরে দিলেন ভারত অধিনায়কও৷
This country should be safe & equal for all. Women shouldn’t be treated differently. Let’s stand together & put an end to such pathetic acts pic.twitter.com/bD0vOV2I2P
— Virat Kohli (@imVkohli) January 6, 2017
মাইক্রোব্লগিং সাইটে একটি ভিডিও পোস্ট করেছেন বিরাট৷ সেখানেই সমাজের কাছে তাঁর প্রশ্ন, “নিজের পরিবার বা আত্মীয়-সজনের সঙ্গেও এমনটা হলে কি মুখ বুজে থাকবেন সকলে? তাহলে এই ঘটনার সময় কেন কেউ এগিয়ে এলেন না৷ প্রত্যক্ষদর্শীরা প্রতিবাদ করে না, যাদের হাতে ক্ষমতা আছে তারা বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করে৷ আর সেই কারণেই দিনের পর দিন এমন ঘটনা ঘটে চলেছে৷ একজন মহিলা কী ধরনের পোশাক পরবেন, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত ব্যাপার৷ এই ধরনের সংকীর্ণ চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে৷” যে সমাজ এবং ব্যক্তিরা নারীদের সম্মান দেয় না, নারী-পুরুষকে একই চোখে দেখে না, সেই সমাজের থাকতে লজ্জা করছে বলে জানাচ্ছেন বর্তমান ভারতীয় ক্রিকেটের আইকন৷
Change your thinking and the world will change around you. pic.twitter.com/FinDIYv2aV
— Virat Kohli (@imVkohli) January 6, 2017
উল্লেখ্য, বেঙ্গালুরুর ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন বলিউড তারকা অক্ষয় কুমার, অনুষ্কা শর্মারাও৷ ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে টিম ইন্ডিয়ার নেতা হতে চলা বিরাটও এবার সমালোচনায় সরব হলেন৷
The post এমন সমাজে থাকতে চাই না, বেঙ্গালুরু কাণ্ডে প্রতিক্রিয়া বিরাটের appeared first on Sangbad Pratidin.