shono
Advertisement

এমন সমাজে থাকতে চাই না, বেঙ্গালুরু কাণ্ডে প্রতিক্রিয়া বিরাটের

দেশবাসীর কাছে তাঁর একটাই প্রশ্ন, "নিজের পরিবারের কারও সঙ্গে একই ঘটনা ঘটলে, তখনও কি চুপ করে দাঁড়িয়ে দেখতেন?" The post এমন সমাজে থাকতে চাই না, বেঙ্গালুরু কাণ্ডে প্রতিক্রিয়া বিরাটের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:51 PM Jan 06, 2017Updated: 03:21 PM Jan 06, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “যে সমাজের মানসিকতা এত নিম্নমানের, তার অংশ হতে আমার লজ্জা করে৷” বেঙ্গালুরুর গণ শ্লীলতাহানির ঘটনাকে এভাবেই ধিক্কার জানালেন বিরাট কোহলি৷ দেশবাসীর কাছে তাঁর একটাই প্রশ্ন, “নিজের পরিবারের কারও সঙ্গে একই ঘটনা ঘটলে, তখনও কি চুপ করে দাঁড়িয়ে দেখতেন?”

Advertisement

বর্ষবরণের রাতে কিছু হীনমন্য পুরুষের নক্কারজনক তাণ্ডব দেখেছিল বেঙ্গালুরু৷ প্রকাশ্য রাস্তায় গণ শ্লীলতাহানির ঘটনা মাথা হেঁট করে দিয়েছিল শিক্ষিত কর্নাটকের৷ সেই ঘটনার রেশ টানে মধ্যরাতে শ্লীলতাহানির আরও এক ঘটনা৷ এক মহিলাকে দুই পুরুষের হেনস্তার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে যায়৷ তারপরই উত্তাল হয়ে ওঠে গোটা দেশ৷ বলিউড থেকে ক্রীড়াদুনিয়া, প্রতিবাদে সরব হয়েছে শিক্ষিত সমাজের প্রতিটি ব্যক্তি৷ শুক্রবার টুইটারে অভিযুক্তদের প্রতি ক্ষোভ উগরে দিলেন ভারত অধিনায়কও৷

This country should be safe & equal for all. Women shouldn’t be treated differently. Let’s stand together & put an end to such pathetic acts pic.twitter.com/bD0vOV2I2P

— Virat Kohli (@imVkohli) January 6, 2017

মাইক্রোব্লগিং সাইটে একটি ভিডিও পোস্ট করেছেন বিরাট৷ সেখানেই সমাজের কাছে তাঁর প্রশ্ন, “নিজের পরিবার বা আত্মীয়-সজনের সঙ্গেও এমনটা হলে কি মুখ বুজে থাকবেন সকলে? তাহলে এই ঘটনার সময় কেন কেউ এগিয়ে এলেন না৷ প্রত্যক্ষদর্শীরা প্রতিবাদ করে না, যাদের হাতে ক্ষমতা আছে তারা বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করে৷ আর সেই কারণেই দিনের পর দিন এমন ঘটনা ঘটে চলেছে৷ একজন মহিলা কী ধরনের পোশাক পরবেন, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত ব্যাপার৷ এই ধরনের সংকীর্ণ চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে৷” যে সমাজ এবং ব্যক্তিরা নারীদের সম্মান দেয় না, নারী-পুরুষকে একই চোখে দেখে না, সেই সমাজের থাকতে লজ্জা করছে বলে জানাচ্ছেন বর্তমান ভারতীয় ক্রিকেটের আইকন৷

Change your thinking and the world will change around you. pic.twitter.com/FinDIYv2aV

— Virat Kohli (@imVkohli) January 6, 2017

উল্লেখ্য, বেঙ্গালুরুর ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন বলিউড তারকা অক্ষয় কুমার, অনুষ্কা শর্মারাও৷ ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে টিম ইন্ডিয়ার নেতা হতে চলা বিরাটও এবার সমালোচনায় সরব হলেন৷

The post এমন সমাজে থাকতে চাই না, বেঙ্গালুরু কাণ্ডে প্রতিক্রিয়া বিরাটের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement