সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনাসুরের তাণ্ডবে যখন বিশ্বের প্রায় সবাই আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছে। হন্যে হয়ে খুঁজছে এই মারণ রোগের প্রতিষেধক। ঠিক সেই সময়ে এই ভাইরাসকে নিয়ে মজার মজার মন্তব্য করছেন অনেক বিশিষ্ট মানুষ। এবার আমাদের যখন ঘুমিয়ে থাকি তখন ভাইরাসও ঘুমিয়ে থাকে বলে মন্তব্য করলেন পাকিস্তানের এক বর্ষীয়ান সাংসদ। গত দু’দশক ধরে পাকিস্তানের জাতীয় সংসদ (Pakistan National Assembly) -এর সদস্য থাকা ওই ব্যক্তির নাম ফজল-উর-রহমান। তাঁর বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই হাসির রোল নেটদুনিয়ায়।
ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে পাকিস্তানের সাংসদ ফজল-উর-রহমান (Fazal-ur-Rahman) বলছেন, মানুষকে বেশিক্ষণ সময় ধরে ঘুমোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তার কারণ, আপনি যত বেশি ঘুমোবেন ততক্ষণ ভাইরাসও ঘুমোবে। ফলে আপনার কোনও ক্ষতি করতে পারবে না। এর মানে আমরা যখন মরে যাব তখন ভাইরাসেরও মৃত্যু হবে।
[আরও পড়ুন: বেজিংয়ের ফের দৌরত্ম বাড়ছে সংক্রমণের! লকডাউন বাড়ল আরও ১০ জায়গায়]
সম্প্রতি এই ভিডিওটি টুইটার শেয়ার করেছেন পাকিস্তানের এক সাংবাদিক নালিয়া ইনায়েত। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা যখন ঘুমিয়ে থাকি ভাইরাসও ঘুমোয়। যখন আমরা মারা যাই তখন ভাইরাসেরও মৃত্যু হয়। খুব সহজ বিষয়।’
[আরও পড়ুন:মহাকাশ আর মহাসমুদ্রে পাড়ি দিয়ে বারবার শিরোনামে এই মার্কিন মহিলা, জানুন তাঁর কথা]
The post ‘আমাদের ঘুমোনোর সময় ঘুমিয়ে থাকে ভাইরাসও’, আজব যুক্তি পাকিস্তানের সাংসদের appeared first on Sangbad Pratidin.